HomeJob updatesসফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়াতে বিভিন্ন পদে চাকরি, জেনে নিন বিস্তারিত।

সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়াতে বিভিন্ন পদে চাকরি, জেনে নিন বিস্তারিত।

সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া(Software Technology Parks Of India) (STPI) তে গ্রুপ এ, বি এবং সি পদে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। বর্তমানে STPI এর 63 টি কেন্দ্র রয়েছে। যে সমস্ত প্রার্থীদের নিয়োগ করা হবে তাদের এর মধ্যে যেকোনো একটি কেন্দ্রে পোস্টিং হতে পারে।

পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে এবং মেয়েরা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন হলে শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারবেন।

STPI Recruitment 2023 এর শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়সসীমা ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

পদের নাম-

সায়েন্টিস্ট ‘ই’ / Scientist ‘E’
সায়েন্টিস্ট ‘বি’ / Scientist ‘B’
সিনিয়র ফাইন্যান্স অফিসার
ফাইন্যান্স অফিসার / Finance Officer
টেকনিক্যাল সাপোর্ট স্টাফ
অ্যাসিস্ট্যান্ট / Assistant
টেকনিক্যাল সাপোর্ট স্টাফ (MTSS) ES-IV
টেকনিক্যাল সাপোর্ট স্টাফ (MTSS) ES-III
অ্যাসিস্ট্যান্ট / Assistant (A-III)
অ্যাসিস্ট্যান্ট / Assistant (A-II)
অফিস অ্যাটেনডেন্ট / Office Attendant (S-I)

শূন্যপদ- 

১১ টি বিভাগ মিলিয়ে মোট ২৯ টি শূন্যপদ রয়েছে।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

শিক্ষাগত যোগ্যতা-

এখানে মোট 11 ধরনের পদ রয়েছে। প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা। সংশ্লিষ্ট কোন পদে আবেদন করার আগে সেই পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে আপনারা অফিশিয়াল নোটিফিকেশনটি চেক করে নেবেন।

আবেদন শুরু- 

29/07/2023 

আবেদন শেষ- 

11/09/2023 

বয়সসীমা-

বিভিন্ন পদে আবেদনের জন্য বয়সসীমা রয়েছে বিভিন্ন রকম। তবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন-

সর্বনিম্ন লেভেল 4 থেকে সর্বোচ্চ লেভেল 13 পর্যন্ত পদ অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি-

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন মূল্য-

অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের এবং পুরুষ প্রার্থীদের আবেদন মূল্য ১০০০ টাকা।

সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের এবং মহিলাদের কোনরকম আবেদন মূল্য দেওয়া লাগবে না।

আবেদন পদ্ধতি-

যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। Software Technology Parks Of India এর অফিসিয়াল ওয়েবসাইট www.stpi.in এ গিয়ে প্রথমে রেজিস্টার করতে হবে, তারপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর আবেদনমূল্য জমা করতে হবে.।

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular