আইপিজিএমআর(IPGMR), Seth Sukhlal Karnani Memorial অর্থাৎ SSKM Hospital এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাও নুন্যতম উচ্চমাধ্যমিক পাশে। চুক্তিভিত্তিক এই নিয়োগ করা হচ্ছে হাসপাতালের একটি গবেষণা সংক্রান্ত প্রকল্পের জন্য যা ICMR অর্থাৎ Indian Council of Medical Research এর আওতায় পড়ে। আবেদন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে জেনে নিন বিস্তারিত। (SSKM Recruitment 2023)
প্রকল্পের নাম:
To Study the Effectiveness of Quality Improvement Programs (TQIPS) in Improving Trauma Care Outcomes in Tertiary Care Hospitals in India
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনকারীদের নুন্যতম দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ (Higher Secondary Passed) হতে হবে।
ii) প্রার্থীদের Department of Electronics and Accreditation of Computer Courses (DOACC) তে ‘A’ Level এর Certificate থাকা বাধ্যতামূলক।
iii) এছাড়াও প্রার্থীর Computer এ Typing Speed প্রতি ঘন্টায় ১৫,০০০ শব্দ টাইপ করার মতো হতে হবে।
iv) কেন্দ্রীয় অথবা কোনো স্বীকৃত সংস্থায় দুই বছরের অভিজ্ঞতা (Work Experience) সম্পন্ন প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
বয়সসীমা:
প্রার্থীদের ২৮ বছরের কম বয়সী হতে হবে।
মাসিক বেতন:
নিযুক্ত ব্যক্তিকে মাসিক ১৮ হাজার টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য প্রার্থীদের নিজেদের সমস্ত তথ্য এবং Certificate নির্দিষ্ট Email ID তে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ:
আগামী ২৬ সেপ্টেম্বর, বিকেল ৪টে পর্যন্ত আবেদন করা যাবে।
নিয়োগ প্রক্রিয়া:
প্রার্থীদের Walk in Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জানতে হলে সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh