HomeJob updatesমোট শূন্যপদ ১২০৭টি! SSC-তে স্টেনোগ্রাফার পদে নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশেই আবেদন করা যাবে।

মোট শূন্যপদ ১২০৭টি! SSC-তে স্টেনোগ্রাফার পদে নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশেই আবেদন করা যাবে।

ভারত সরকারের নিয়োগকারী সংস্থা স্টাফ সিলেকশন কমিশন(Staff Selection Commission) সম্প্রতি স্টেনোগ্রাফার নিয়োগের(SSC Stenographer Recruitment 2023) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ভারতের যে কোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

স্টেনোগ্রাফার পদে নিয়োগের আবেদন পদ্ধতি,মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য নিচে আলোচিত হলো।

পদের নাম-

Stenographer (Grade- C, Grade- D)

মোট শূন্যপদ-

মোট ১২০৭ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন-

  • Grade- C পদের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের পে লেভেল অনুযায়ী ৪,৬০০ টাকা অথবা ৪,২০০/- টাকা এবং অন্যান্য ভাতা উপলব্ধ আছে।
  • Grade- D পদের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের পে লেভেল অনুযায়ী ২,৪০০ টাকা এবং অন্যান্য ভাতা উপলব্ধ আছে।

আবেদন শেষ-

23/08/2023

বয়সসীমা-

Grade- C পদে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর এবং Grade- D পদের ক্ষেত্রে ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীরা বয়সের ছাড় পাবেন।

আবশ্যিক যোগ্যতা-

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। সংশ্লিষ্ট পদে আবেদন করার ক্ষেত্রে স্টেনোগ্রাফিতে নির্দিষ্ট ডিগ্রী অথবা কাজের দক্ষতা থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি-

কম্পিউটার বেসড পরীক্ষা, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট ও ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন মূল্য-

GEN, OBC এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য বাবদ ১০০/- টাকা জমা করতে হবে। SC, ST, Women, Ex-servicemen এবং PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন মূল্য লাগবে না।

আবেদন পদ্ধতি-

ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে SSC এর অফিশিয়াল ওয়েবসাইটে(SSC Official Website) – ssc.nic.in এ ভিজিট করতে হবে। তারপর একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে। আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করার পর আবেদন মূল্য জমা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular