HomeEducation NewsSSC MTS 2023 পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত, কিভাবে ডাউনলোড করবেন দেখুন।

SSC MTS 2023 পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত, কিভাবে ডাউনলোড করবেন দেখুন।

প্রকাশিত হলো স্টাফ সিলেকশন কমিশনের (SSC) এমটিএস পরীক্ষার (SSC MTS 2023) এডমিট লিংক। গত মাসেই পরীক্ষার জন্য আবেদনের শেষ তারিখ ছিল। জুলাই মাসের ২০ তারিখ পর্যন্ত আবেদন করা গিয়েছিল অনলাইনের মাধ্যমে। আবেদনের এক মাসের মধ্যেই অ্যাডমিট কার্ডের লিংক প্রকাশ করা হলো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে।

NR, ER, SR এবং KKR এর এডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে গত ১৮ই আগস্ট তারিখ থেকে। প্রার্থীরা তাদের জোন (SSC Zone) অনুযায়ী স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

ssc.nic.in হলো স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক এখান থেকে আপনারা নির্দিষ্ট Region এর লিংকে গিয়ে সেখান থেকে পরীক্ষার এডমিট(SSC MTS Admit Card 2023) ডাউনলোড করে নিতে পারবেন।

যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ইস্টার্ন জোনে(Eastern Zone SSC) আবেদন করেছিলেন, তারা এই লিংক থেকে সরাসরি তাদের এডমিট কার্ড(SSC ER MTS Admit Card) ডাউনলোড করে নিতে পারবেন।

Admit Card Link: Click Here

এবছর MTS এ মোট শূন্য পদ রয়েছে ১৫৫৮ টি। আগামী মাসের ১ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত চলবে পরীক্ষা।

আপাতত এডমিট কার্ডের লিংক থেকে কোথায় পরীক্ষা পড়েছে, অর্থাৎ পরীক্ষার City এবং পরীক্ষার তারিখ, সময় সম্পর্কে জানা যাবে। নির্দিষ্ট Venue এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য। পরীক্ষার তারিখের কয়েকদিন আগে সম্পূর্ণ অ্যাডমিট পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular