HomeJob updatesমাধ্যমিক পাশে ১১ হাজার শূন্যপদে MTS নিয়োগ, অনলাইনে আবেদন শুরু

মাধ্যমিক পাশে ১১ হাজার শূন্যপদে MTS নিয়োগ, অনলাইনে আবেদন শুরু

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে SSC Recruitment 2023 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সবমিলিয়ে 11 হাজারেরও বেশি শূন্যপদে মাল্টি টাস্কিং স্টাফ এবং হাবিলদার পদে নিয়োগ করা হবে।

SSC MTS Recruitment 2023 -এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফলাইনে কোনোভাবেই আবেদন করা যাবে না। সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। ইতিমধ্যেই 18/01/2023 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। নীচে অনলাইনে আবেদন করার অফিশিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে।

SSC Havaldar Recruitment 2023 -এ ভারতবর্ষে নাগরিক হলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। সুতরাং, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। নূন্যতম মাধ্যমিক পাশ হলেই এই পদগুলিতে আবেদন করা যাবে। সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের জন্য আবেদন মূল্য ও বয়সের ক্ষেত্রে ছাড় থাকছে।

SSC MTS and Havalder Notification 2023 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, বয়সসীমা, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, মাসিক বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম-

  • Multi Tasking Staff
  • Havaldar

মোট শূন্যপদ-

  • Multi Tasking Staff- 10,880 টি (approx)
  • Havaldar- 529 টি

মাসিক বেতন-

  • পে লেভেল-1 অনুযায়ী বেতন দেওয়া হবে।
  • প্রতি মাসে 18,000/- টাকা বেতন দেওয়া হবে।
  • তবে ডিএ এবং অন্যান্য ভাতা যুক্ত হয়ে এটি 30 হাজারের কাছাকাছি চলে যাবে।

আবেদন শুরু- 18/01/2023

আবেদন শেষ- 24/02/2023 (extended)

বয়সসীমা-

  • উক্ত পদগুলোতে আবেদনের জন্য 18 বছর থেকে 25/27 বছরের মধ্যে হতে হবে।
  • বয়স হিসাব করতে হবে 01/01/2023 তারিখের ভিত্তিতে।
  • সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।

আবশ্যিক যোগ্যতা-

  • উক্ত পদগুলোতে আবেদনের জন্য মাধ্যমিক পাশ হতে হবে।
  • শারিরীক মাপযোগের ক্ষেত্রে উত্তীর্ণ হতে হবে।
  • আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।

নিয়োগ পদ্ধতি-

  • Multi Tasking Staff- দুটি পর্যায়ে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
  • Havaldar- দুুটি পর্যায়ে লিখিত পরীক্ষা এবং শারীরিক মাপযোগের মাধ্যমে নিয়োগ করা হবে।
  • বিস্তারিত জানতে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল নোটিশ দেখুন।

আবেদন মূল্য-

  • উক্ত পদগুলোতে আবেদনের জন্য 100/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
  • এসসি,এসটি ও মহিলা আবেদনকারীদের জন্য কোনো আবেদন মূল্য লাগবে না।

আবেদন পদ্ধতি-

  • আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
  • নীচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
  • প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে।
  • এরপর সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে।
  • নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে।
  • সবশেষে আবেদন মূল্য যোগ করে ফাইনাল সাবমিট করতে হবে।
  • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিন।
  • অনলাইনে আবেদন করার শেষ তারিখ 24/02/2023 (11:00 PM)

Important Links

Join Telegram: Click Here
Official Notification: Download Now
Apply Online: Click Here
Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular