HomeJob updatesস্টাফ সিলেকশন কমিশনে Group-B পদে চাকরি! তাড়াতাড়ি আবেদন করুন।

স্টাফ সিলেকশন কমিশনে Group-B পদে চাকরি! তাড়াতাড়ি আবেদন করুন।

Staff Selection Commission অর্থাৎ SSC এর তরফে গ্রুপ-B পদে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের যেকোনো নাগরিক (Indian Citizen) এই পদের জন্য আবেদন করতে পারবে। এই পদের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। (SSC Group-B Recruitment 2023)

নোটিশ নং:

HQ-PPII03(4)/1/2023-PP_I

1. পদের নাম:

Junior Hindi Translator / Junior Translation Officer

যোগ্যতা:

i) এই পদে আবেদনের জন্য প্রার্থীদের Hindi ভাষাতে Masters Degree অর্জন করে থাকতে হবে এবং Elective Subject হিসেবে English পড়ে থাকতে হবে।
অথবা,
English বিষয়ে Masters Degree অর্জন করে থাকতে হবে এবং Elective Subject হিসেবে Hindi ভাষাটি পড়ে থাকতে হবে।
অথবা,
অন্যান্য কোনো বিষয়ে Masters Degree অর্জন করে থাকলে, Elective Subject হিসেবে Hindi এবং English পড়ে থাকতে হবে।
ii) এছাড়া English to Hindi এবং Hindi to English ভাষাতে Diploma অথবা Certificate Course করে থাকতে হবে।
অথবা,
Hindi to English এবং English to Hindi ভাষাতে নূন্যতম 2 বছরের অনুবাদের অভিজ্ঞতা (Experience in Translation) থাকতে হবে।

See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

বয়সসীমা:

i) আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম:

i) লেভেল 6 অনুযায়ী, নিযুক্ত ব্যক্তিকে মাসিক বেতন 35400 টাকা থেকে 112400 টাকা পর্যন্ত দেওয়া হবে।
ii) এছাড়াও বেতনের সাথে নানান ভাতা এবং Joining Bonus দেওয়া হবে।

2. পদের নাম:

Senior Hindi Translator(SHT)/Senior Translator (ST)

যোগ্যতা:

i) এই পদে আবেদনের জন্য প্রার্থীদের Hindi ভাষাতে Masters Degree অর্জন করে থাকতে হবে এবং Elective Subject হিসেবে English পড়ে থাকতে হবে।
অথবা,
English বিষয়ে Masters Degree অর্জন করে থাকতে হবে এবং Elective Subject হিসেবে Hindi ভাষাটি পড়ে থাকতে হবে।
অথবা,
অন্যান্য কোনো বিষয়ে Masters Degree অর্জন করে থাকলে, Elective Subject হিসেবে Hindi এবং English পড়ে থাকতে হবে।
ii) এছাড়া English to Hindi এবং Hindi to English ভাষাতে Diploma অথবা Certificate Course করে থাকতে হবে।
অথবা,
Hindi to English এবং English to Hindi ভাষাতে নূন্যতম 3 বছরের অনুবাদের অভিজ্ঞতা (Experience in Translation) থাকতে হবে।

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

বয়সসীমা:

i) আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম:

লেভেল 7 অনুযায়ী, নিযুক্ত ব্যক্তিকে মাসিক 44900 টাকা থেকে 142400 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

শূন্যপদ:

দুটি পদ মিলিয়ে মোট 307 টি শূন্যপদ রয়েছে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য SSC এর ওয়েবসাইটে (Website) গিয়ে ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে।
iii) তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
iv) আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি (Photocopies of Important Documents and Passport Size Photo) আপলোড করতে হবে।
v) সবশেষে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট (Form Submit) করতে হবে।

আবেদন মূল্য:

i) UR/EWS/OBC ক্যাটাগরির পুরুষ প্রার্থীদের জন্য: 100 টাকা আবেদন মূল্য বাবদ ধার্য করা হয়েছে।
ii) Women/SC/ST/PwD ক্যাটাগরির ক্ষেত্রে কোনোরকম আবেদন মূল্য দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি:

i) Computer Based Test এবং Descriptive Test এর মাধ্যমে এখানে প্রার্থীকে নিয়োগ করা হবে।
ii) পরীক্ষায় থাকবে ইংরেজি এবং হিন্দি।
Test এর Syllabus বিজ্ঞপ্তিতে বিস্তারিত বলা হয়েছে।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

আবেদনের সময়সীমা:

12/09/2023 এখানে আবেদন করার শেষ দিন।

পরীক্ষার সময়সীমা:

বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী অক্টোবর মাসে এই পদের জন্য পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে।

নিয়োগ সংক্রান্ত আরো বিশদে জানতে হলে SSC এর Official Website এ গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular