HomeJob updatesSPMCIL Recruitment: সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশনে কর্মখালির বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

SPMCIL Recruitment: সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশনে কর্মখালির বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা SPMCIL অর্থাৎ Security Printing and Minting Corporation of India Limited এর তরফে প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ভারতীয় যেকোনো নাগরিক (Indian Citizen) এই পদের জন্য আবেদন করতে পারবেন। জেনে নিন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য। (SPMCIL Recruitment 2023)

পদের নাম:

Secretarial Assistant

শূন্যপদ:

২টি।

বয়সসীমা:

আবেদনকারীদের বয়স ২৮ বছরের কম হতে হবে।

মাসিক বেতন:

i) নিযুক্ত ব্যক্তিকে মাসিক ২৩,৯১০-৮৫,৫৭০ টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
ii) বেতন ছাড়াও প্রতিমাসে বাড়ি ভাড়া এবং অন্যান্য খাতে ভাতা দেওয়া হবে।

নিয়োগ স্থল:

নিযুক্ত ব্যক্তির কর্মস্থল হবে নয়া দিল্লির কর্পোরেট অফিস(Corporate Office of Delhi)।

আবশ্যিক যোগ্যতা:

i) আবেদনকারীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতক উত্তীর্ণ (Graduation Passed) হতে হবে।
ii) প্রার্থীর Computer এর বিষয়ে জ্ঞান (Knowledge) থাকতে হবে।
iii) এ ছাড়া মিনিটে Stenography এর ৮০টি শব্দ এবং Typing Speed ৪০ শব্দ/মিনিট হতে হবে।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে নিজের সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে।

আবেদন মুল্য:

i) Unreserved Category: ৪০০/- টাকা।
ii) Reserved Category: ১০০/- টাকা।

আবেদন শেষের তারিখ:

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

নিয়োগ প্রক্রিয়া:

i) Skill Test
ii) Typing Test

এই দুটি Test এর ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular