HomeJob updatesদক্ষিণ-পূর্ব রেলে নুন্যতম মাধ্যমিক পাশে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া...

দক্ষিণ-পূর্ব রেলে নুন্যতম মাধ্যমিক পাশে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না।

কেন্দ্রীয় সরকারের সংস্থা Skill India Training এর মাধ্যমে Railway তে Apprentice পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রশিক্ষণ দেওয়া হবে রেলের দক্ষিণ পূর্ব (South Eastern Railway) অংশে। নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকলেই করা যাবে আবেদন। জানুন বিস্তারিত।

Employment No.:

SER/P-HQ/RRC/PERS/ACT APPRENTICES/2023-24

পদের নাম:

Apprentice

মোট শূন্যপদ:

মোট ১৭৮৫ টি।

শিক্ষাগত যোগ্যতা:

  • i) আবেদনে ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
  • ii) এছাড়া প্রার্থীদের যেকোনো স্বীকৃত আইটিআই (ITI) থেকে প্রাসঙ্গিক ট্রেডে প্রশিক্ষণের সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে।

বয়সসীমা:

  • i) আবেদনকারীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
  • ii) SC/ST প্রার্থীদের ৫ বছর এবং OBC প্রার্থীদের ৩ বছর বয়সের ছাড় থাকবে।

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থীদের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

  • i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে।
  • ii) আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে দক্ষিণ-পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে নির্ভুলভাবে সমস্ত তথ্য পূরণ করে আবেদন ফি দেবার পরে জমা দিতে হবে।
See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

আবেদন ফি:

i) আবেদনকারীদের এককালিন ১০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে।

ii) তপশিলি জাতিভুক্ত প্রার্থী, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা চাকরিপ্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।

আবেদনের শেষ তারিখ:

২৮ ডিসেম্বর, ২০২৩

নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য রেলের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular