HomeJob updatesরাজ্যে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

রাজ্যে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

মহিলা চাকরিপ্রার্থীদের (Female Job Seekers) জন্য সুখবর। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী নিয়োগের (Employee Recruitment) জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে। (South 24 Parganas Asha Karmi Recruitment)

নিয়োগ বোর্ড:

South 24 Parganas, SDO

পদের নাম:

আশা কর্মী

শূন্যপদের সংখ্যা:

স্পষ্টরূপে জানানো হয়নি।

চাকুরি স্থান:

দক্ষিণ ২৪ পরগনা

ব্লকের নাম:

বারুইপুর(Baruipur)

আবশ্যিক যোগ্যতা:

i) মহিলা প্রার্থীকে অবশ্যই শুধুমাত্র বিবাহিত/বিধবা/আইনগত তালাকপ্রাপ্ত হতে হবে আবেদনের জন্য।
ii) প্রার্থীকে স্বীকৃত স্কুল বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ (Madhyamik Passed) বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে।
iii) যে গ্রামে আবেদন করবেন সেই গ্রামের স্থায়ী বাসিন্দা (Permanent Resident) হতে হবে।
iv) Grade 1 বা Grade 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষন প্রাপ্ত দাই এবং লিংক ওয়ার্কারগন সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা:

i) প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।

আবেদনের শুরুর তারিখ :

01/08/2023

অফলাইন আবেদনের শেষ তারিখ :

31/08/2023

আবেদন পদ্ধতি:

i) শুধুমাত্র অফলাইনে (Offline) আবেদন করা যাবে।
ii) প্রথমে বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটির PDF Format Download করে Print Out বের করে নিন।
iii) এরপরে নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং Post Office মারফত নির্দিষ্ট ঠিকানায় (Address) পৌঁছে দিন।

এই বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিটি (Notification) দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular