রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর। রাজ্যের কর্মহীন ছেলে-মেয়েদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের শ্রম দপ্তরের তরফ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাক্ষর, শারীরিকভাবে সক্ষম এবং কর্মঠ প্রার্থীদের জুট মিলে কাজ করার জন্য আহ্বান জানানো হচ্ছে।
জুটমিলে(Jute Mill) আবেদন করার আগে জেনে নিন কারা আবেদন করতে পারবেন, প্রতি মাসে কত টাকা বেতন পাবেন, কি কি সুবিধা পাওয়া যাবে ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে। (Skill Development Training)
প্রশিক্ষনের সময়:
মোট ৯০ দিন ধরে থিওরি এবং প্র্যাকটিক্যাল এর মাধ্যমে প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।
কারা আবেদন করতে পারবেন?
18 থেকে 40 বছর বয়সি স্বাক্ষর, শারীরিকভাবে সক্ষম এবং কর্মঠ প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
যারা আবেদন জানাবেন তাদের অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংক (Employment Bank) এ একাউন্ট থাকতে হবে।
বৃত্তির পরিমাণ কত?
প্রশিক্ষণ চলাকালীন প্রথম ৪৫ দিন প্রার্থীদের বৃত্তি দেওয়া হবে ২০০ টাকা করে এবং পরবর্তী ৪৫ দিন প্রার্থীদের বৃত্তি দেওয়া হবে ২৫০ টাকা করে।
প্রশিক্ষণ শেষে কেমন বেতনের চাকরি পাবেন?
প্রশিক্ষণ শেষ হবার পর স্পিনিং এবং উইভিং কর্মী পদে চাকরির সুযোগ পাবেন। প্রতিদিন বেতন দেওয়া হবে ৩৭০ টাকা এবং হাজিরা উৎসাহ ভাতা হিসেবে দৈনিক ১৫ টাকা দেয়া হবে। পাশাপাশি পি.এফ, ই.এস.আই, বোনাস, গ্র্যাচুইটি, মহার্ঘ ভাতা, উৎসবের ছুটি ইত্যাদি সুবিধা মিলবে।
প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রার্থীকে প্রতিদিন খাওয়া খরচ বাবদ ৮০ টাকা দেওয়া হবে এবং জুট মিলের মধ্যেই বিনামূল্যে থাকার বন্দোবস্ত থাকবে।
যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক, তাদের অতিশীঘ্রই জেলার কর্ম বিনিয়োগ কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।