মনোবিদ্যা (Psychology) নিয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষাতে (Higher Study) শিক্ষিত হবার ইচ্ছে অনেকের থাকে। বিশেষত মনোবিদ্যা (Phycology) একটি কঠিন বিষয়। মানুষের মন বোঝা যায় যে বিষয়ে তা তো কঠিন হবেই। বর্তমান দিনে মনোবিদদের (Psychologist) চাহিদা বৃদ্ধি পাচ্ছে। শুধু সরকারি কেন্দ্র নয়, কর্পোরেট জগতেও আজকাল মনোবিদদের খুব চাহিদা।
মনোবিদ হিসেবে চাহিদা থাকলেও সব শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয় পড়ানো সম্ভব হয়না। তবে এই সুযোগ এবার দিচ্ছে Sidho Kanho Birsha University! সম্প্রতি এই বিষয়ে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (Official Website) প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
কোর্সের নাম:
Integrated B.sc and M.sc in Psychology
কোন বিভাগের তরফে এই কোর্স?
প্রতিষ্ঠানের মনোবিজ্ঞান বিভাগের (Psychology Department) তরফে আয়োজন করা হয়েছে কোর্সটির।
আসন সংখ্যা:
মোট ৩৭টি আসন রয়েছে।
ভর্তির মূল্য:
প্রথম সেমিস্টারে (First Semester) ভর্তির মূল্য ৩০৪০ টাকা।
আবেদন প্রক্রিয়া:
ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর-সহ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
i) ইচ্ছুক শিক্ষার্থীকে প্রথমে সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের (Sidho Kanho Birsha University) ওয়েবসাইটে যেতে হবে।
ii) ওয়েবসাইটের Homepage এ গিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনে শেষ তারিখ:
আবেদন করা যাবে আগামী ১৫ জুলাই পর্যন্ত।
বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) চোখ রাখুন।
Important Link
Official Website: Click Here
-Written by Riya Ghosh