HomeEducation NewsSET 2023 Answer Key: প্রকাশিত SET পরীক্ষার 'Answer Key, কত নম্বর পেলেন...

SET 2023 Answer Key: প্রকাশিত SET পরীক্ষার ‘Answer Key, কত নম্বর পেলেন জেনে নিন।

প্রকাশিত হলো ২৪ তম স্টেট এলিজিবিলিটি টেস্টের উত্তরপত্র (SET 2023 Answer Key), পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য এই উত্তরপত্র প্রকাশ করা হলো। অনলাইনেই প্রার্থীরা অ্যানসার কি দেখতে পারবেন। পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস কমিশনের (College Service Commission) নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটগুলি থেকে উত্তর পত্র দেখা যাবে।

পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট:
www.wbcsc.org.in
www.wbcsconline.in

এই দুটো ওয়েবসাইট থেকে প্রার্থীরা তাদের উত্তরপত্র দেখতে পারবেন।

চলতি বছর আর ২০২৩ সালে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৮ই জানুয়ারি ছিল সেট পরীক্ষা (SET Exam 2023)। পরীক্ষা সম্পূর্ণ হওয়ার মাত্র 12 দিনের মাথায় Answer Key প্রকাশ করে দিল পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস কমিশন। তবে পরীক্ষার চূড়ান্ত ফলাফল কবে প্রকাশ করা হবে, সেই বিষয়ে নির্দিষ্ট কোন তথ্য জানায়নি কলেজ সার্ভিস কমিশন কমিশন।

কীভাবে সেটের ‘অ্যানসার কি’ দেখতে পারবেন?
(How to check Set exam Answer Key?)

  • ১.প্রথমে WB College Service Commission এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সাইটটি হলো: www.wbcsc.org.in
  • ২. এরপর Homepage এ ‘SET QUESTION PAPERS & ANSWER KEY’- লেখার ওপরে Click করতে হবে।
  • ৩. ‘SET QUESTION PAPER, ANSWER KEY AND JUMBLING ORDER’-র মধ্যে ‘Select Year’ আছে। সেখান থেকে ২০২৩ সাল বেছে নিন।
  • ৪. নতুন একটি পেজ খুলবে। এরপর বিষয়, পেপার, সিরিজ দিয়ে ‘অ্যানসার কি’ দেওয়া আছে। পাশে ‘Download’ অপশন আছে। তাতে ক্লিক করুন।
See also  শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, বড় ঘোষণা পর্ষদের! জেনে নিন বিস্তারিত।

কলেজ সার্ভিস কমিশনের আরেকটি ওয়েবসাইট থেকে ও প্রার্থীরা তাদের অ্যানসার কি ডাউনলোড করতে পারবেন। জেনে নিন বিশদে।

  • ১. কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.wbcsconline.in-তে যেতে হবে।
  • ২. Homepage এ ‘Please Click for 24TH SET QUESTION PAPERS & ANSWER KEY’ অপশনটিতে ক্লিক করুন।
  • ৩. নতুন একটি পেজ খুলবে। ‘SET QUESTION PAPER, ANSWER KEY AND JUMBLING ORDER’-র নীচে সাল হিসাবে ২০২৩ সিলেক্ট করতে হবে।
  • ৪. এরপর আরেকটি পেজ খুলে যাবে এবং সেখান থেকে প্রার্থীরা তাদের আনসার কি ডাউনলোড করে নিতে পারবেন।

পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে answer key নিয়ে যদি কারো কোনরকম প্রতিক্রিয়া বা অভিযোগ থাকে, তবে তারা ফিডব্যাক দিতে পারবেন।

wbcscsetkeys2023@gmail.com এই ঠিকানায় ইমেইল করে সেই প্রতিক্রিয়া জানাতে হবে আগামী ৩১ শে জানুয়ারির মধ্যে।

মাত্র 12 দিনের মাথায় যেখানে অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হয়েছে সেখানে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই সেট পরীক্ষার সম্পূর্ণ ফলাফল প্রকাশ করবে কলেজ সার্ভিস কমিশন।

RELATED ARTICLES

Most Popular