HomeJob updatesরাজ্যের কলেজে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই করা...

রাজ্যের কলেজে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। শ্রীরামপুর কলেজে বিভিন্ন পদে Group-C এবং Group-D পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি করা হবে এই নিয়োগ। নিয়োগ সংক্রান্ত বিষয়ক সমস্ত খুঁটিনাটি জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

নোটিশ নং:

SC/NTS POST/01/2023

নোটিশ প্রকাশের তারিখ:

05/11/2023

1. পদের নাম:

Clerk

শূন্যপদ:

এই পদের জন্য 1 টি শূন্যপদ রয়েছে।

2. পদের নাম:

Lab Attendant

শূন্যপদ:

মোট পাঁচটি বিষয় (Botany, Physics, Chemistry, Zoology and Physiology) মিলিয়ে এখানে মোট 5 টি শূন্যপদ রয়েছে।

3. পদের নাম:

Peon

শূন্যপদ:

1 টি শূন্যপদ রয়েছে।

আবশ্যিক যোগ্যতা:

উপরোক্ত পদগুলিতে আবেদনের জন্য রাজ্য সরকারের প্রস্তাবিত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

এই বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

আবেদন পদ্ধতি:

  • i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
  • ii) আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে ওয়েবসাইটে (Website) গিয়ে “job opportunities” অপশন থেকে আবেদন পত্রটি ডাউনলোড (Download) করে , সেটি প্রিন্ট করিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে।
  • iii) আবেদনপত্রটি পূরণ করার পরে প্রার্থীদের নিজের যাবতীয় তথ্য সমেত আবেদনপত্রটি নিজের ছবি এবং সই সহকারে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

নিয়োগ পদ্ধতি:

সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের।

আবেদন পাঠাবার ঠিকানা:

Dr. Vansanglura, Principal, Serampore College, Serampore, Hooghly

আবেদনের সময়সীমা

আগামী 23/11/2023 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular