HomeJob updatesScience City Vacancy: মাসিক বেতন 16,500 টাকা! কলকাতার সায়েন্স সিটিতে চাকরি, আবেদন...

Science City Vacancy: মাসিক বেতন 16,500 টাকা! কলকাতার সায়েন্স সিটিতে চাকরি, আবেদন চলছে

দেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ একটি ন্যাশনাল মিউজিয়াম হল আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা সায়েন্স সিটি। সম্প্রতি কলকাতার সায়েন্স সিটিতে চুক্তিভিত্তিক ট্রেনি পদে কর্মী নিয়োগের(Kolkata Science City Trainee Recruitment) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রাজ্যের যে কোন জেলা থেকেই চাকরিপ্রার্থীরা শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের ওয়াক ইন টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে। (Science City Kolkata Recruitment)

সায়েন্স সিটিতে চাকরির আবেদন করতে গেলে আবেদন পদ্ধতি ,যোগ্যতা, বয়স সীমা ,বেতন ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

পদের নাম-

হর্টিকালচার ট্রেনি।

মোট শূন্যপদ-

১ টি।

মাসিক বেতন-

প্রতিমাসে বেতন দেওয়া হবে ১৬৫০০ টাকা।

বয়সসীমা-

বিজ্ঞপ্তি অনুযায়ী বয়স 18 বছরের বেশি হলেই আবেদন করতে পারবেন।

আবশ্যিক যোগ্যতা-

হর্টিকালচার বিষয় নিয়ে তিন বছরের গ্রাজুয়েশন ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন।

অথবা এগ্রিকালচার বিষয় নিয়ে গ্রাজুয়েশন এর পাশাপাশি যদি হর্টিকালচার ঐচ্ছিক বিষয় থাকে তাহলে আবেদন করতে পারবেন।

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

নিয়োগ পদ্ধতি-

মাল্টিপল চয়েস কোশ্চেন পরীক্ষার মাধ্যমে এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য-

আবেদন করার জন্য কোন রকম আবেদন মূল্য লাগবে না।

আবেদন পদ্ধতি-

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করার দরকার নেই। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে এবং সেটি পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখে গিয়ে ইন্টারভিউ দিতে হবে।

টেস্টের তারিখ এবং সময়-

22/05/2023 , সকাল 9.00 টার সময়।

টেস্ট নেওয়ার স্থান-

Science City,
J. B. S. Haldane Avenue,
Kolkata- 700 046.

Important Links

Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular