HomeEducation Newsরাজ্যে দুয়ারে সরকারের কাজে শিক্ষকরা, স্কুলে পঠনপাঠনে বিঘ্ন ঘটার আশঙ্কা।

রাজ্যে দুয়ারে সরকারের কাজে শিক্ষকরা, স্কুলে পঠনপাঠনে বিঘ্ন ঘটার আশঙ্কা।

গত শুক্রবার থেকে কলকাতার পুরসভা এলাকাগুলিতে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির(Duare Sarkar Camp)। দুয়ারে সরকার ক্যাম্পে কাজে লাগানো হবে সরকারি পুরকর্মীদের। এবার মোট ৮০৯ জন পুরকর্মীকে(Municipal Workers) দুয়ারে সরকার ক্যাম্পে কাজের জন্য বাছাই করা হয়েছে। তবে যেসমস্ত এলাকায় পুরকর্মীদের সংখ্যা কম, সেখানে একাধিক বিভাগ থেকে কর্মীদের নেওয়া হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প পরিচালনার জন্য। এজন্য আশঙ্কা করা হচ্ছে সব বিভাগেই কাজের ক্ষেত্রে বিঘ্ন ঘটবে।

বিশেষত, পুরসভা পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষকের সংখ্যা এমনিতেই নগণ্য। তার উপরে প্রায় ১৫০ জন শিক্ষককে দুয়ারে সরকারের কাজে লাগানো হলে ওই সব স্কুলে পঠনপাঠন বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

গত ২৫ অগস্ট কলকাতা পুরসভার চিফ ম্যানেজার দুয়ারে সরকার শিবির পরিচালনা করার জন্য পুরকর্মীদের কাজে লাগানোর বিষয়টি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানান। মোট ৮০৯ জন কর্মীকে নেওয়া হয়েছে এই কাজের জন্য। পুর এলাকার প্রাথমিক স্কুলগুলিতে(Primary School) পরীক্ষা চলছে। কোনো কোনো স্কুলে মাত্র তিন চারজন শিক্ষক মিলেই গোটা স্কুল পরিচালনা করেন। এমন অবস্থায় একজন করে শিক্ষক দুয়ারে সরকার ক্যাম্পে চলে গেলে পুর স্কুলে পঠনপাঠনে বিঘ্ন ঘটবে বলেই মনে করছেন সকলে।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

একজন পুর শিক্ষক জানিয়েছেন, তাদের স্কুলে তিন জন শিক্ষক রয়েছেন। তাঁদের মধ্যে একজনকে দুয়ারে সরকারের জন্য নেওয়া হয়েছে। বাকি দুজন শিক্ষক মিলে কী ভাবে স্কুল চালানো যাবে, সে বিষয়ে চিন্তায় রয়েছেন তিনি।

পুরসভার মেয়র পারিষদ জানিয়েছেন, ‘‘স্কুলের পঠনপাঠন যাতে বিঘ্নিত না হয়, সেই ভাবেই শিক্ষকদের দুয়ারে সরকারের জন্য নেওয়া হয়েছে।” তাছাড়া সমস্ত বিভাগ থেকেই কর্মী নেওয়ার জন্য পুরসভার কাজে কোনরকম অসুবিধা হবেনা বলেই জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular