রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি State Bank Of India এর পক্ষ থেকে কর্মী নিয়োগের(SBI PO Recruitment 2023) একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Probationary Officers হিসাবে 2000 শূন্যপদে(SBI PO Vacancy) নিয়োগ করা হবে SBI-তে। যে সমস্ত প্রার্থীরা ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক, বা ব্যাংকে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা আবেদন করতে পারেন।
ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হলেই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন হলে শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।
SBI PO Recruitment 2023-এর শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification), বেতন(SBI PO Salary), বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি(SBI PO 2023 Notification) ডাউনলোড করে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পারবেন।
পদের নাম-
Probationary Officers
মোট শূন্যপদ-
মোট ২০০০ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
মাসিক বেতন-
প্রতিমাসে বেতন(SBI PO Salary) দেওয়া হবে 65,780 – 68,580 per টাকা।
আবেদন শুরু-
7/9/2023
আবেদন শেষ-
27/9/2023
বয়সসীমা-
21 থেকে 30 বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
আবশ্যিক যোগ্যতা-
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করা থাকলেই আবেদন করতে পারবেন। ফাইনাল বর্ষে থাকা প্রার্থীরাও আবেদনের যোগ্য।
নিয়োগ পদ্ধতি-
SBI PO Selection Process টি তিনটি ধাপের মধ্যে দিয়ে সম্পন্ন হয়। Prelims, Mains এবং Interview। এবং সবশেষে মেরিট অনুযায়ী নিয়োগ করা হয়।
আবেদন মূল্য-
অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন মূল্য 750 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন মূল্য দেওয়ার দরকার নেই।
আবেদন পদ্ধতি-
প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন(SBI PO Online Apply) করতে হবে।
অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে State Bank Of India এর অফিশিয়াল ওয়েবসাইটে(Official Website) ভিজিট করতে হবে। তারপর একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
এরপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করার পর আবেদন মূল্য জমা করতে হবে।
Important Links-
Official Notification: Download Now
Official Website: Click Here