রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে কর্মী নিয়োগের(SBI Recruitment 2023) একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হলেই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন হলে শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।
SBI Recruitment 2023 নিয়োগের শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification), বেতন(Salary), বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি(Official Notification) ডাউনলোড করে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পারবেন।
পদের নাম-
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-য় স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদমর্যাদার একাধিক প্রার্থী নিয়োগ করা হবে। এখানে ম্যানেজার, সিনিয়র প্রজেক্ট ম্যানেজার, জেনারেল ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, চিফম্যানেজার পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ-
মোট ৪৩৯ টি শূন্যপদে(SBI Recruitment Vacancy) নিয়োগ করা হবে।
মাসিক বেতন-
প্রতিমাসে বেতন(SBI Salary) দেওয়া হবে ৩৬,০০০-৬৩,৮৪০ টাকা থেকে ৮৯,৮৯০-১,০০,৩৫০ টাকা প্রতি মাসে।
আবেদন শেষ-
06/10/2023
বয়সসীমা-
৩২ থেকে ৪৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবশ্যিক যোগ্যতা-
কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিই/ বিটেক/ এমটেক/ এমএসসি/ এমসিএ ডিগ্রি থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি-
প্রার্থীদের প্রথমে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বাছাই করা হবে, তারপর ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। বেশ কিছু পদের জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
জেনারেল অর্থাৎ অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৭৫০ টাকা। সংরক্ষিত শ্রেণীভুক্ত হলে আবেদন মূল্য দেওয়ার কোন প্রয়োজন নেই।
আবেদন পদ্ধতি-
প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন(Online Apply) করতে হবে।
অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে(Official Website) ভিজিট করতে হবে। তারপর একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
এরপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করার পর আবেদন মূল্য জমা করতে হবে।
Important Link-
Official Website: Click Here