HomeMoneyএক ধাক্কায় বেতন বাড়তে পারে ৮ থেকে ১৮ হাজার টাকা, জোড়া সুখবর...

এক ধাক্কায় বেতন বাড়তে পারে ৮ থেকে ১৮ হাজার টাকা, জোড়া সুখবর দিতে পারে সরকার।

কেন্দ্রের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। শুধু সুখবর বললে ভুল হবে, একসাথে জোড়া সুখবর পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। মহার্ঘ ভাতা সাথে সাথে বাড়তে চলেছে বেতন, এছাড়া ফিটম্যান্ট ফ্যাক্টর(Fitmant Factor) এর পরিমাণও বৃদ্ধি করতে পারে কেন্দ্র সরকার।

দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা(Central Government Employees) মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য অপেক্ষা করে আসছেন। এর আগের গত বছর, ২০২২ সালে কেন্দ্র সরকারের কর্মচারীরা ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা(Dearness Allowance) পেতেন। চলতি বছরের শুরুতে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছে ৪ শতাংশ। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। তবে কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর দুবার মহার্ঘ ভাতা(DA Hike) বৃদ্ধি করা হয়। শোনা যাচ্ছে খুব শীঘ্রই কেন্দ্র সরকারের পক্ষ থেকে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে। সেক্ষেত্রে সরকারি কর্মচারীরা আগের থেকে অতিরিক্ত বেতন পেতে চলেছেন।

চলতি বছরে জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল মার্চ মাসে। জুলাই মাসের মহার্ঘ ভাতার বৃদ্ধি সংক্রান্ত এখনো কোনো খবর ঘোষণা করেনি কেন্দ্র সরকার। তবে বিভিন্ন সূত্র মারফত খবর আসছে দুর্গাপূজা এবং কালী পূজার মধ্যবর্তী যে কোন সময়ে মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে সরকার। ৪% মহার্ঘভাতা বৃদ্ধির কথা শোনা যাচ্ছে, সেক্ষেত্রে এবার থেকে সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

AICPI সূচক সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির হার নির্ধারণ করে। জুন মাসে AICPI সূচকের পরিসংখ্যান প্রকাশ করে কেন্দ্র। মে মাসে সূচক ছিল ১৩৪.৭ পয়েন্ট, জুন মাসে ১.৭ পয়েন্টের বৃদ্ধি হয়ে সূচক হয়েছে ১৩৬.৪। মনে করা হচ্ছে যে ৪ শতাংশ হারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়তে পারে।

এবার কিভাবে কর্মীরা অতিরিক্ত বেতন পাবেন, সেই হিসাবটি দেখে নিন।

কোন সরকারি কর্মচারীর মাসিক বেতন যদি ২০ হাজার টাকা হয় তাহলে তিনি ৪ শতাংশ হারে অতিরিক্ত বেতন পাবেন ৮০০ টাকা। আবার যেহেতু তিনি 46 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন, সেক্ষেত্রে অতিরিক্ত বেতন পাচ্ছেন ৯২০০ টাকা।

কোন সরকারি কর্মচারীর মাসিক বেতন যদি ৪০ হাজার টাকা হয় তাহলে তিনি ৪ শতাংশ হারে অতিরিক্ত বেতন পাবেন ১৬০০ টাকা। আবার যেহেতু তিনি 46 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন, সেক্ষেত্রে অতিরিক্ত বেতন পাচ্ছেন ১৮৪০০ টাকা।

সামনেই রয়েছে বাঙালি সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। তাছাড়া কালীপূজা, নবরাত্রি এবং অন্যান্য অনুষ্ঠান তো রয়েছেই। এমন উৎসবের আবহাওয়ায় মহার্ঘ ভাতা বৃদ্ধির খবর নিঃসন্দেহে সরকারি কর্মচারীদের কাছে অন্যতম একটি মূল্যবান গিফট হতে পারে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মহার্ঘ ভাতা বৃদ্ধির এই পদক্ষেপটি নেওয়া হবে। নবরাত্রির(Nabaratri) আগে যা সরকারি কর্মচারীদের জন্য সবথেকে বড় উপহার হতে চলেছে বলে সকলে মনে করছেন। এছাড়াও শোনা যাচ্ছে সরকার ফিটমেন্ট ফ্যাক্টরকে ২.৬০ গুণ থেকে বাড়িয়ে ৩.০ গুণ করতে পারে। যা সরকারি কর্মচারীদের জন্য অন্যতম একটি খুশির খবর হতে চলেছে।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular