HomeJob updatesSAIL Recruitment: স্টিল কারখানাতে মাধ্যমিক পাশে চাকরি, মাসিক বেতন ২৫ হাজার+

SAIL Recruitment: স্টিল কারখানাতে মাধ্যমিক পাশে চাকরি, মাসিক বেতন ২৫ হাজার+

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। মাধ্যমিক পাশ যোগ্যতাতেই স্টিল কারখানায় চাকরির একটি বিজ্ঞপ্তি(SAIL Recruitment 2023) প্রকাশিত হয়েছে। মাসে ২৫ হাজার টাকা বা তারও বেশি বেতন দেওয়া হবে।

কেন্দ্র সরকারের স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে যে কোন রাজ্যের প্রার্থীরা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোন জেলার ছেলে এবং মেয়েরা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন হলে আবেদন করতে পারবেন।

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (Steel Authority Of India Recruitment 2023) তে আবেদনের যোগ্যতা, বয়স, শূন্যপদ ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হলো।

পদের নাম-

Operator Cum Technician
Mining Foreman
Surveyor
Mining Mate
Attendant cum Technician
Mining Sirdar

মোট শূন্যপদ-

Operator Cum Technician: ৮৭ টি
Mining Foreman: ৯টি
Surveyor: ৬ টি
Mining Mate: ২০ টি
Attendant cum Technician: ৫০ টি
Mining Sirdar: ৮টি

মাসিক বেতন-

২৫,০৭০ টাকা থেকে ৩৮,৯২০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে প্রতিমাসে।

আবেদন শেষ-

১৫/০৪/২০২৩

বয়সসীমা-

সর্বোচ্চ ২৮ বছর বয়সে প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় পাবেন।

আবশ্যিক যোগ্যতা-

Operator Cum Technician: প্রার্থীকে অবশ্যই যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন।

Mining Foreman: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে। তার সাথে মাইনিং এ ডিপ্লোমা করা থাকতে হবে।

Surveyor: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হয়ে হবে। Mining/ Mining & Mines Survey -এ Diploma থাকতে হবে।

Mining Mate: মাধ্যমিক পাস হতে হবে এবং মাইনিং মেটস সার্টিফিকেট থাকতে হবে।

Attendant cum Technician: প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে এবং গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে।

Mining Sirdar: মাধ্যমিক পাস হতে হবে এবং Mining Sirdar Certificate থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি-

যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন প্রথমে তাদের লিখিত পরীক্ষা এবং পরে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য-

অসরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে প্রত্যেকটি পদে আবেদনের জন্য ৩০০ টাকা এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের প্রত্যেকটি পদে আবেদনের জন্য ১০০ টাকা ধার্য করা হয়েছে।।

তবে Operator Cum Technician পদের জন্য অসংরক্ষিত প্রার্থীদের জমা দিতে হবে ৫০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে জমা দিতে হবে ১৫০ টাকা।

আবেদন মূল্য জমা করতে পারেন নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড , ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে।

আবেদন পদ্ধতি-

যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীর অবশ্যই একটি বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে। রেজিস্ট্রেশন করার পর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।।

Important Links

Official Notification: Download Now

Apply Online: Click Here

Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular