ভারতের অন্যতম একটি বড় রাষ্ট্রায়ত্ত সংস্থা হল SAIL, সবথেকে বড় বিনিয়োগের ঘোষণা করল এই সংস্থাটি। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের আসানসোলের পাশে বার্নপুরে পূর্ব ভারতের সবথেকে বড় ইস্পাত কারখানা গড়ে তুলবে SAIL, ইস্কো কারখানার পাশেই নতুন ইউনিট গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সেইল। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) তরফে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ইস্পাত কারখানা তৈরীর উদ্যোগ নেওয়া হচ্ছে। অদূর ভবিষ্যতে এখানেই কাজ পাবেন রাজ্যের হাজার হাজার বেকার যুবক-যুবতীরা।
এই বিশাল প্রকল্পে বিনিয়োগ হবে ৩০ হাজার কোটি টাকা। প্রত্যেক বছরে ৪.০৮ মিলিয়ন টন ইস্পাত উৎপন্ন হবে। বর্তমানে ইস্কো কারখানায় প্রতিবছর আড়াই মিলিয়ন টন ইস্পাত উৎপন্ন হয়। ক্রমে এটি বাড়িয়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই কর্মসংস্থানও বৃদ্ধি পেতে চলেছে এখানে। SAIL এর পক্ষ থেকে নিয়োগের (SAIL Recruitment 2023) ঘোষণা করা হলে এখানে বহু যুবক-যুবতীরা কাজের আবেদন করতে পারবেন।
কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর সুভাষ দাস জানান, “চলতি বছরের ডিসেম্বর মাস নাগাদ নতুন কারখানা তৈরির জন্য টেন্ডার ডাকা হবে।” বোর্ড এর কাছে ইতিমধ্যেই নতুন কারখানা তৈরির জন্য প্রজেক্টের ডিটেলস জমা পড়ে গিয়েছে। বোর্ড প্রধানের ক্লিয়ারেন্সও মিলেছে। খুব দ্রুততার সাথে এই প্রজেক্ট এর কাজ হচ্ছে।
SAIL কর্তৃপক্ষ দাবি করেছে, প্রস্তাবিত প্রকল্পটি সম্পূর্ণরূপে পরিবেশবান্ধব হবে। নতুন কারখানাটি তৈরির পরে সংশ্লিষ্ট এলাকায় বিপুল পরিমাণ কর্মসংস্থানের সৃষ্টি হবে। শুধুমাত্র সরাসরি কর্মসংস্থানই নয়, পাশাপাশি অন্যান্য সব ধরনের ব্যবসার সুযোগও বাড়তে চলেছে।