Sports Authority of India অর্থাৎ সংক্ষেপে SAI তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সম্প্রতি। প্রতিষ্ঠানের কলকাতা শাখায় থাকছে এই নিয়োগের সুযোগ। আবেদন পদ্ধতি (Application Process) সহ আরও অন্যান্য খুঁটিনাটি বিষয় জেনে নিতে পড়ুন এই সম্পূর্ণ প্রতিবেদনটি। (SAI Recruitment)
পদের নাম:
i) Young Professional
ii) Junior Consultant
বিভাগের নাম:
বিভিন্ন বিভাগে হবে নিয়োগ(Recruitment)।
শূন্যপদের সংখ্যা:
প্রতিটি বিভাগ অনুযায়ী পদগুলিতে একটি করে শূন্য পদ আছে।
কাজের মেয়াদ:
দুই বছর।
বয়সসীমা:
i) Young Professional পদে আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।
ii) Junior Consultant পদের জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
i) Young Professional পদের বেতন মাসিক ৫০-৭০ হাজার টাকার মধ্যে হবে।
ii) Junior Consultant পদের বেতন মাসিক ৮০,২৫০-১,০০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
প্রয়োজনীয় যোগ্যতা:
প্রয়োজনীয় সমস্ত যোগ্যতা বিশদে জানতে চাইলে প্রকাশিত বিজ্ঞপ্তিটি (Notification) পড়ুন।
আবেদন পদ্ধতি:
i) আবেদনে ইচ্ছুক প্রার্থীকে প্রথমে Sports Authority of India এর ওয়েবসাইটে (Website) যেতে হবে।
ii) ওয়েবসাইটে গিয়ে ‘Homepage’ এর ‘Jobs’ অপশনে গেলেই প্রকাশিত বিজ্ঞপ্তিটি (Published Notification) দেখা যাবে।
iii) এবারে বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট (Download the Application Form and Print Out) বের করে নিতে হবে।
iv) এবারে সমস্ত জরুরি তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে তার ‘Pdf File’ এবং প্রয়োজনীয় নথি (Important Document) বিজ্ঞপ্তিতে দেওয়া Email ID তে Mail করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন:
আগামী ৩০ জুলাই
নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে Sports Authority of India এর ওয়েবসাইটটি (Website) দেখুন।
Important Links:
Official Website: Click Here
-Written by Riya Ghosh