প্রতিবছর রাজ্যের প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেন। পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের কাছে জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা(West Bengal Secondary Exam), আর এই পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তা নিয়ে শিক্ষার্থীরা, তাদের অভিভাবকেরা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা চিন্তায় থাকেন। সম্প্রতি পড়ুয়ারা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন, তাই জন্য নতুন উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ।
মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে এবছর প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীদের মাথাপিছু 10 টাকা করে বরাদ্দ হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন। রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যের সমস্ত পরীক্ষার্থীদের জন্য এই বিষয়ে খরচ হতে পারে এক কোটি টাকা।
প্রত্যেকটি স্কুলে কতজন মাধ্যমিক পরীক্ষার্থী আছে, সেই বুঝে মোট টাকা পাঠিয়ে দেওয়া হবে স্কুল কর্তৃপক্ষের কাছে। স্কুল কর্তৃপক্ষকে সেই টাকা খরচ করতে হবে যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারেন।
মধ্যশিক্ষা পর্ষদের এই উদ্যোগ রাজ্যে প্রথম। এর আগে কোনবার শিক্ষার্থীদের জন্য এমন ভাবে কোন টাকা বরাদ্দ করা হয়নি। স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য কিভাবে এই টাকা খরচ করবে, তা এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি। এই সিদ্ধান্ত নিতে পারবে স্কুল কর্তৃপক্ষই।