সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে গ্রুপ ডি পরীক্ষার আবেদন মূল্য রিফান্ড করার একটি নোটিশ(RRB Group-D Fee Refund Notice) প্রকাশ করা হয়েছে। যে সমস্ত প্রার্থীরা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার আবেদন করেছিলেন এবং পরীক্ষাতে বসেছিলেন তারা আবেদনমূল্য ফেরত পাবেন।
RRC-01/2019 এর অধীনে লেভেল-1 পদে গ্রুপ D পরীক্ষা শুরু হয়েছিল গত বছর 17.08.2022 থেকে 11.10.2022 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, সেই সমস্ত প্রার্থীদের এক্সামিনেশন ফি ফেরত দেওয়া হবে(RRB Group D Fee Refund) রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের গ্রুপ ডি পরীক্ষার আবেদনের সময় প্রার্থীদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস সাবমিট করতে বলা হয়েছিল। বলা হয়েছিল যে , যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকে সেই আবেদন মূল্যের কিছুটা অংশ রিফান্ড করা হবে।
তবে সেই প্রক্রিয়া হয়েছিল আজ থেকে প্রায় চার বছর আগে। এই দীর্ঘ সময়ের ব্যবধানে বহু পরীক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস পরিবর্তিত হতে পারে। এছাড়াও ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট চেক করতে গিয়ে দেখা গেছে যে, একই নম্বর থেকে অনেকবার ফি প্রদান করা হয়েছে এবং বেশ কিছু ব্যাংকের আইএফএসসি কোড ও পরিবর্তিত হয়েছে।
এজন্য পরীক্ষার্থীরা যদি তাদের ব্যাংক একাউন্টের ডিটেইলস পুনরায় নিশ্চিত করেন এবং নতুন বিবরণ আপডেট করেন, তবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে সঠিকভাবে এক্সামিনেশন ফি রিফান্ড করা সম্ভব হবে।
পরীক্ষাতে উপস্থিত সমস্ত প্রার্থীদেরকে তাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস পরিবর্তন করার জন্য সুযোগ দিয়েছে রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ড। সেই অনুযায়ী রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে একটি লিংক দেওয়া হয়েছে। যে লিংক এর মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের নতুন ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আপডেট করতে পারবেন।
নতুন ডিটেলস আপডেট করতে পারবেন 14.04.2023 (10.00 AM) থেকে 30.04.2023 (05.00 PM) পর্যন্ত।
লিংক: Click Here
Written By: Tanmoy Debnath