HomeEducation NewsRKM Admission: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজে চলছে স্নাতক স্তরের ভর্তি। জানুন...

RKM Admission: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজে চলছে স্নাতক স্তরের ভর্তি। জানুন বিস্তারিত।

সম্প্রতি প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের সকল বোর্ডের রেজাল্ট। এখন চলছে সব কলেজে ভর্তির প্রক্রিয়া পুরোদমে। ভর্তি চলছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজেও(Narendrapur Ramkrishna Mission Abasik College)। পড়ুয়াদের Admission Test এর মাধ্যমেই কলেজের বিভিন্ন কোর্সে ভর্তি নেওয়া হবে। আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা ভাবে আবেদন করতে হবে।

শিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী, এবছর থেকে চালু হবে চার বছরের স্নাতক কোর্স(Graduation Course)। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজও এই নির্দেশিকার অন্যথা করেনি। সূত্রের খবর, এবছর রাজ্যে কেন্দ্রীয়ভাবে ভর্তির ব্যবস্থা চালু আপাতত হচ্ছে না। যদিও রাজ্যের স্বশ্বাসিত এবং সংখ্যালঘু কলেজগুলো অভিন্ন পোর্টাল ব্যবস্থা (Indifference Portal System) থেকে আগেই ছাড় পেয়েছিল। এর ফলে ভর্তির প্রক্রিয়া শুরু করে দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত ‘ন্যাক’-এর গ্রেড এ+ স্বীকৃতি প্রাপ্ত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ।

কোন কোন বিষয়ের স্নাতক কোর্সের (Graduation Course) জন্য ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা?
যে বিষয়গুলিতে স্নাতক স্তরে পড়ার জন্য পড়ুয়ারা ভর্তি হতে পারবেন সেগুলি হলো:
ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, রসায়ন, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, অঙ্ক, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স। (RKM Narendrapur UG Admission)

See also  শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, বড় ঘোষণা পর্ষদের! জেনে নিন বিস্তারিত।

প্রয়োজনীয় যোগ্যতা:
i) আবেদনকারী পড়ুয়াকে উচ্চমাধ্যমিক পরীক্ষাতে (Higher Secondary Examination) নুন্যতম ৫০% নম্বর পেতে হবে।
ii) কিছু কিছু বিষয় আছে যেগুলিতে আবেদনের জন্য পড়ুয়াদের অন্তত ৬০-৮০% নম্বর থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:
i) আবেদনকারী পড়ুয়াকে প্রথমে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজের ওয়েবসাইটে (Website) যেতে হবে।
ii) ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি (Notification) থেকে আবেদনপত্র পূরণ করতে হবে।
iii) আবেদনের জন্য অবশ্যই উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং বাকি প্রয়োজনীয় তথ্য (Marksheet and other Important Documents) জমা দিতে হবে।

আবেদন ফি:
আবেদন ফি হিসাবে 500 টাকা মূল্য ধার্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ:
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো আগামী 16 জুন বিকেল 5 টার মধ্যে।

Admission Test এর দিনক্ষণ:
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে আগামী 23, 24, 26 এবং 27 জুন বিভিন্ন বিষয়ের প্রবেশিকা পরীক্ষা (Admission Test) নেওয়া হবে।

Admission Test এর সময় কখন?
সমস্ত বিষয়ের Admission Test দুপুর 12 টা থেকে 2 টো এবং আড়াইটে থেকে সাড়ে 4 টের মধ্যে হবে দুটি ভাগে।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

পরীক্ষার জন্য কোন কোন বস্তু সাথে রাখা প্রয়োজন? পরীক্ষার দিন পড়ুয়াদের অবশ্যই তাদের অ্যাডমিট কার্ড (Admit Card) সঙ্গে রাখতে হবে।

চূড়ান্ত তালিকা প্রকাশ কবে হবে?
বাছাই করা পড়ুয়াদের চূড়ান্ত তালিকা (Final List) প্রকাশ করা হবে আগামী 3 জুলাই।

আরো বিস্তারিত জানতে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

Important Links
Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular