ঘুরতে যেতে আমরা কেনা ভালোবাসি। রোজকার এই ব্যস্ত জীবনের হাত থেকে মুক্তি পেতে বেরিয়ে পড়ি গন্তব্যে। আজকাল ভ্রমণকে কেন্দ্ৰ করে দেশ সহ রাজ্যের অধিকাংশ স্থানে গড়ে উঠছে নানান ট্যুরিজম প্রজেক্ট। প্রতি বছর জাতীয় আয়ের একটা বড় অংশ আসে ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে। তাই দেশ ও রাজ্যে সরকার এখন ট্যুরিজম নিয়ে যথেষ্ট সচেতন। এইজন্য দিন দিন বেড়েই চলেছে ভ্রমণ নিয়ে পড়াশোনার চাহিদা। ‘ট্যুরিজম ও ট্রাভেলের’ উপর এবার বিশেষ কোর্সে ভর্তি নিচ্ছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি-সহ বিস্তারিত তথ্য জানার জন্য পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
রিষড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের বোস হাউজ ক্যাম্পাসের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিভাগ বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন সারদাপীঠের একটি কেন্দ্র। এই বিভাগের তরফ থেকে ‘ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের’ উপর এক বছরের জন্য অফলাইন ডিপ্লোমা কোর্স চালু করা নিয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১২০ ঘন্টার কোর্সের ক্লাস হবে। এছাড়াও থাকছে ফিল্ড স্টাডি ও ৭ থেকে ১০ দিনের ইন্টার্নশিপের সুবিধা।
কোর্স ফি (Course Fee)-
মোট কোর্স ফি ২০,০০০ টাকা। যা দুটি ইনস্টলমেন্টের মাধ্যমে পেমেন্ট করতে হবে প্রথমে ১২,০০০ টাকা পরে ৮,০০০ টাকা।
আবেদন যোগ্যতা (Application Qualification)-
শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হবে। এই কোর্সের জন্য আসন সংখ্যা সীমিত। এই কোর্সের জন্য ভর্তি নেওয়া হবে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড’ পদ্ধতি মেনে।
আবেদনের সময়সীমা (Application Duration)-
আবেদনকারীরা সরাসরি অনলাইনের মাধ্যমে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই কোর্সের জন্য আবেদন জানাতে পারেন। সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমে ফর্মটি ফিলাপ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। কোর্সের প্রথম ক্লাস আগামী ৫ অগাস্ট দুপুর ৩:১৫ থেকে। ক্লাস হবে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে। প্রতি শনিবার দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ক্লাস।
আবেদনের শেষ দিন (Application Last Date)-
এই কোর্সের জন্য আবেদনের শেষ দিন হল ৩ অগাস্ট,২০২৩।