চাকরিপ্রার্থীদের (Job Seekers) জন্য সুখবর। কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি হয়েছে এবার খোদ কেন্দ্রীয় সরকারের Revenue Department এর তরফে। যোগ্য ব্যক্তি পাবেন মোটা অঙ্কের মাইনে। আর দেরি না করে আবেদন করুন তাড়াতাড়ি। বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
কোন নিয়োগকারী সংস্থার তরফে জারি হয়েছে এই বিজ্ঞপ্তি?
কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের তরফে জারি হয়েছে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।
পদের নাম:
মূলত গ্রুপ A লেভেলের Register পদে নিয়োগ করা হবে।
মাসিক বেতন:
নিয়োগের পর কর্মী পিছু মাসিক বেতন সর্বোচ্চ 39,100/- টাকা।
যোগ্যতা:
i) প্রার্থীকে অবশ্যই প্রাপ্তবয়স্ক (Adult) হতে হবে।
ii) বাকি যোগ্যতা বিশদে জানতে হলে প্রকাশিত বিজ্ঞপ্তিটি পড়ুন।
আবেদন পদ্ধতি:
- i) প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি (Application Format) ডাউনলোড করে প্রিন্ট আউট (Print Out after Download) বের করে নিন।
- ii) এবারে আবেদনকারী প্রার্থী নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ সকল প্রকার তথ্য দিয়ে আবেদনপত্রটি (Application Form) ভালো করে পূরণ করুন।
- iii) যাবতীয় তথ্যের মধ্যে প্রার্থীকে নিজের নাম, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (Candidate’s Name, Date of Birth, Educational Qualification, Experience) ইত্যাদি বিভিন্ন তথ্য দিয়ে আবেদনপত্রটি ভালো করে পূরণ করতে হবে।
- iv) এবারে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেল্ফ অ্যাটেস্টেড (Self Attested) করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে।
আবেদনের সময়সীমা:
আগামী 05/09/2023 অবধি আবেদন করা যাবে।
এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।
-Written by Riya Ghosh