HomeJob updatesকোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে পরমাণু গবেষণা কেন্দ্রে! জানুন বিস্তারিত।

কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে পরমাণু গবেষণা কেন্দ্রে! জানুন বিস্তারিত।

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে ভারতীয় পরমাণু গবেষণা কেন্দ্রে। এই সম্পর্কে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

পদের নাম:

i) বৈজ্ঞানিক কর্মকর্তা (Group A): ৩৪টি
ii) বৈজ্ঞানিক কর্মকর্তা (Group B): ১টি
iii) বৈজ্ঞানিক সহকারী (Group B): ১২টি
iv) নার্স (Group B): ২৭টি
v) ফার্মাসিস্ট (Group C):১৪টি

শূন্যপদের সংখ্যা:

মোট ৯৩টি পদে নিয়োগ করা হবে।

সমস্ত পদগুলোর বয়সসীমা:

টেকনিশিয়ান (গ্রুপ সি):
আবেদনকারীর বয়স ১৮ বছর হতেই হবে। বয়সের ঊর্ধ্বসীমা জানা যায়নি।

সায়েন্টিফিক অফিসার:
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

টেকনিক্যাল অফিসার, নার্স ও সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট:
আবেদনকারী বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।

ফার্মাসিস্ট ও টেকনিশিয়ান:
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি:

যেহেতু সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে তাই আবেদনকারীদের নিজের সমস্ত জরুরি তথ্য সমেত নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে হবে।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

আবেদন ফি:

সায়েন্টিফিক অফিসার/ই, এসওডি এবং এসওসি-এর জন্য আবেদন ফি: 300 টাকা

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সি এবং বি, নার্স, টেকনিক্যাল অফিসার-এর জন্য আবেদন ফি: 200 টাকা ফার্মাসিস্ট

টেকনিশিয়ানের জন্য আবেদন ফি: 100 টাকা

বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

Official Website Link:
https://www.igcar.gov.in/

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular