চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে ভারতীয় পরমাণু গবেষণা কেন্দ্রে। এই সম্পর্কে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।
পদের নাম:
i) বৈজ্ঞানিক কর্মকর্তা (Group A): ৩৪টি
ii) বৈজ্ঞানিক কর্মকর্তা (Group B): ১টি
iii) বৈজ্ঞানিক সহকারী (Group B): ১২টি
iv) নার্স (Group B): ২৭টি
v) ফার্মাসিস্ট (Group C):১৪টি
শূন্যপদের সংখ্যা:
মোট ৯৩টি পদে নিয়োগ করা হবে।
সমস্ত পদগুলোর বয়সসীমা:
টেকনিশিয়ান (গ্রুপ সি):
আবেদনকারীর বয়স ১৮ বছর হতেই হবে। বয়সের ঊর্ধ্বসীমা জানা যায়নি।
সায়েন্টিফিক অফিসার:
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
টেকনিক্যাল অফিসার, নার্স ও সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট:
আবেদনকারী বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
ফার্মাসিস্ট ও টেকনিশিয়ান:
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি:
যেহেতু সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে তাই আবেদনকারীদের নিজের সমস্ত জরুরি তথ্য সমেত নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে হবে।
আবেদন ফি:
সায়েন্টিফিক অফিসার/ই, এসওডি এবং এসওসি-এর জন্য আবেদন ফি: 300 টাকা
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সি এবং বি, নার্স, টেকনিক্যাল অফিসার-এর জন্য আবেদন ফি: 200 টাকা ফার্মাসিস্ট
টেকনিশিয়ানের জন্য আবেদন ফি: 100 টাকা
বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।