HomeJob updatesরাজ্যের সরকারি হাসপাতালে করা হবে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

রাজ্যের সরকারি হাসপাতালে করা হবে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

সম্প্রতি রাজ্যের সরকারি হাসপাতালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। চাকরী প্রার্থীদের জন্য অত্যন্ত সুখবর এটি। যেসব প্রার্থী স্বাস্থ্য দপ্তরে চাকরি করতে চান তারা অবশ্যই আবেদন করুন। ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার যেকোনো বাসিন্দা করতে পারেন আবেদন। আবেদন পদ্ধতি সহ অন্যান্য সমস্ত বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

Employment No.:
DHFWS-II/DPMU/628

  • পদের নাম:
    Medical Officer General Duty
  • মোট শূন্যপদ:
    ৬ টি
  • শিক্ষাগত যোগ্যতা:
    আবেদনে ইচ্ছুক প্রার্থীদের কোনো স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রিপ্রাপ্ত হতে হবে এবং প্রার্থীর নাম ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের (Weer Bengal Medical Council) অধীনে নথিভুক্ত থাকতে হবে।
  • মাসিক বেতন:
    নিযুক্ত প্রার্থীকে মাসিক ৬০,০০০/- টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
  • বয়সসীমা:
    আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে।
  • আবেদন পদ্ধতি:
    সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে করা হবে নিয়োগ। আলাদা করে কোনো আবেদনের দরকার নেই। নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে প্রার্থীকে নিজের তথ্য সমেত উপস্থিত হতে হবে।
  • আবেদন ফি:
    সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীদের জন্য ৫০/- টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর (Unreserved Category) প্রার্থীদের জন্য ১০০/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
  • ইন্টারভিউ স্থানের ঠিকানা:

Office of the Chief Medical Officer of Health,
Suri, Birbhum (DPMU section Room Number 7)

  • ইন্টারভিউয়ের তারিখ:
    আগামী ২৬ জুন, ২০২৪

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular