সামনেই লোকসভা ভোট, আর তার আগেই রাজ্যে বিপুল কর্মসংস্থানের ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandopadhyay)। গত সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত জনসভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০ লক্ষ শূন্যপদে চাকরির(10 Lakh Jobs in West Bengal) ঘোষণা করলেন। বর্তমানে রাজ্যের চাকরি প্রার্থীরা চাকরি পাওয়ার আশায় প্রতিনিয়ত বিভিন্ন বিক্ষোভ এবং আন্দোলনে অংশ নিচ্ছেন। তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা যদি বাস্তবায়িত হয়, তাহলে মুখে হাসি ফুটতে চলেছে রাজ্যের অসংখ্য বেকার যুবক-যুবতীদের।
গত সোমবার ছিল পশ্চিমবঙ্গের তৃণমূলের(TMC) ছাত্র পরিষদের ২৬ তম প্রতিষ্ঠা দিবস। জনসভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, “১০ লাখ ছেলেমেয়েকে চাকরি দেওয়া কোনোও ব্যাপারই না।” তিনি আরো বলেন যে আগামী দুই তিন বছরের মধ্যে বেকার যুবক-যুবতীদের ১০ লক্ষ চাকরি দেবে রাজ্য সরকার। মাঝারি, ছোট এবং ক্ষুদ্র শিল্প সহ বিভিন্ন শিল্পে সেই সমস্ত প্রার্থীদের নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, বানতলায় ৫ লক্ষ, হাওড়ায় ২ লক্ষ যুবক-যুবতীকে চাকরি দেওয়া হবে। এছাড়া দেউচা পাঁচামিতে ১ লক্ষ মানুষ চাকরি পাবেন বলে জানান তিনি।
দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীরা চাকরির দাবিতে বিক্ষোভ এবং আন্দোলনে অংশ নিচ্ছেন। পুলিশের সাথে মাঝেমধ্যেই সংঘাতে জড়াচ্ছেন চাকরিপ্রার্থীরা। নিয়োগ দুর্নীতির জেরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা দেখা দিয়েছে। আপার প্রাইমারির মেধা তালিকা(Upper Primary Merit List) প্রকাশ করা সত্ত্বেও হাইকোর্টের(Kolkata High Court) নির্দেশের অপেক্ষায় থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। রাজ্যের শিক্ষা ক্ষেত্রে প্রায় 24000 শূন্যপদ থাকার কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে বিপুল শূন্য পদে নিয়োগের খবর শুনে আশার আলো দেখছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা।