IPPB অর্থাৎ Indian Post Payment Bank এ নিয়োগের বিজ্ঞপ্তি জারি। ভারতের যেকোনো নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা (Resident of West Bengal) হলেই আবেদন করা যাবে এই পদের জন্য। আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি পড়ুন ভালোভাবে। (IPPB Recruitment)
নোটিশ নং:
IPPB/CO/HR/RECT./2023-24/03
পদের নাম:
Executive
শূন্যপদ:
মোট 132 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
i) প্রার্থী যে কোনো বিষয়ে Graduate হলেই করা যাবে আবেদন।
ii) যে প্রার্থীর Sales এর কাজে পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকবে, তিনি অগ্রাধিকার পাবেন।
বয়সসীমা:
i) আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন:
নিযুক্ত প্রার্থীদের মাসিক 30,000 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি:
i) Written Test
ii) Group Discussion
iii) Interview
এই তিনটি পদ্ধতিতে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
কাজের সময়সীমা:
প্রাথমিকভাবে 1 বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে এবং পরবর্তীকালে কাজের ধরণের উপর নির্ভর করে সেটি আরও দুই বছর বাড়িয়ে দেওয়া হতে পারে।
নিয়োগ স্থান:
দেশের মোট 6 টি রাজ্যে নিয়োগ করা হবে। স্থানগুলি হলো:
আসাম, ছত্তিসগড়, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, নর্থ ইস্ট এবং উত্তরাখন্ড(Assam, Chhattisgarh, Jammu Kashmir, North East and Uttarkhand)।
আবেদন পদ্ধতি:
i) এখানে আবেদন করা যাবে অনলাইনে(Online)।
ii) আবেদন করার জন্যে প্রথমে ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজের নাম রেজিস্টার (Register) করতে হবে।
iii) এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে।
iv) তারপরে নিজেদের ছবি এবং সাইন আপলোড (Picture and Signature Upload) করতে হবে।
v) সবশেষে আবেদন মূল্য দিয়ে আবেদনপত্রটি সাবমিট (Submit) করে দিতে হবে।
আবেদন মূল্য:
i) SC / ST/ PwBD প্রার্থীদের জন্য 100 টাকা
ii) GEN / OBC / EWS প্রার্থীদের জন্য 300 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদন শেষের তারিখ:
এখানে আবেদন করার শেষ দিন 16/08/2023 তারিখের 11.59 PM পর্যন্ত।
আরো বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh