HomeJob updatesরাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত জানুন।

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত জানুন।

রাজ্যের জেলা স্বাস্থ্য কেন্দ্রগুলিতে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে কর্মী নিয়োগ। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের অধীনস্থ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে এই নিয়োগের কথা জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি(Notification)। যেকোনো ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই এই পদে আবেদনের যোগ্য। আবেদন প্রক্রিয়া সহ বাকি সমস্ত বিষয়ে বিস্তারিত জানুন প্রতিবেদনটির মাধ্যমে। (WB Health Recruitment)

Employment No.:

369/DH&FWS/11-5

পদের নাম:

Clinical Psychologist

মোট শূন্যপদ:

১ টি (SC)

শিক্ষাগত যোগ্যতা:

আবেদনে ইচ্ছুক প্রার্থীরা Psychology/Clinical psychology/Applied Psychology তে Post Graduation এর Degree এবং Medical and Social Psychology তে Post Graduated হয়ে দুই বছরের একটি পূর্ণ সময়ের কোর্স শেষ করার পরে UGC দ্বারা স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় (University) থেকে ক্লিনিকাল প্রশিক্ষণ (Clinical Training) সম্পূর্ণ করে থাকলে তবেই তাঁরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

মাসিক বেতন:

মাসিক ৩০,০০০ টাকা।

বয়সসীমা:

আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

আবেদন ফি:

i) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরদের জন্য ৫০/- টাকা।
ii) অসংরক্ষিত শ্রেণীর (Unreserved Category) প্রার্থীদের জন্য ১০০/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
iii) আবেদন ফি জমা করতে হবে অনলাইনে (Online) NEFT -এর মাধ্যমে।

অ্যাকাউন্ট অ্যাড্রেস:

DISTRICT HEALTH AND FAMILY WELFARE SAMITY (NON-NHM),
A/C No-0187132000008,
IFSC- CNRB0000187

আবেদন পদ্ধতি:

i) চাকরিপ্রার্থীকে সম্পূর্ণ অনলাইনের (Online) মাধ্যমে আবেদন করতে হবে।
ii) আবেদনের জন্য একটি বৈধ মোবাইল নাম্বার (Verified Phone Number) এবং একটি ইমেইল আইডি (Email ID) থাকা আবশ্যক।
iii) আবেদন জানানোর জন্য রাজ্যে সরকারের স্বাস্থ্য দপ্তরের www.wbhealth.gov.in ওয়েবসাইট (Website) ভিজিট করতে হবে আবেদনকারীদের।

আবেদনের শেষ তারিখ:

আগামী ১৪ই আগস্ট, ২০২৩

এই নিয়োগের বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Links:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular