HomeJob updatesকল্যাণী AIIMS-এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

কল্যাণী AIIMS-এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

AIIMS অর্থাৎ All India Institute of Medical Science হলো ভারতবর্ষের অন্যতম একটি চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান। ভারতে AIIMS এর মোট ১৯ টি শাখা বর্তমান। সম্প্রতি তারই একটি শাখা, Kalyani AIIMS এর তরফে প্রকাশিত হয়েছে বিভিন্ন পদে কর্মী নিয়োগের (Employee Recruitment) বিজ্ঞপ্তি। ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা (Resident of West Bengal) হলেই আবেদন করা যাবে পদগুলির জন্য। আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

Employment No.:

1085/E-12011/9/23-(FAC)

1. পদের নাম:

Associate Professor

মোট শূন্যপদ:

২২ টি

শিক্ষাগত যোগ্যতা:

i) যদি আবেদনকারী Indian Council Act 1956 এর তৃতীয় তফসিলের তফসিল ১ এবং ২ অন্তর্ভুক্ত Medical Department এর ডিগ্রীপ্রাপ্ত হন, তবে আবেদনের জন্য যোগ্য।
ii) বিভিন্ন বিভাগের ক্ষেত্রে যোগ্যতা আলাদা। বিজ্ঞপ্তিতে বিস্তারিত রূপে বলা আছে।

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থী ৩৭,৪০০/- থেকে ৬৭,০০০/- টাকা পর্যন্ত বেতন হিসেবে পাবেন।

2. পদের নাম:

Assistant Professor

মোট শূন্যপদ:

৮১ টি

শিক্ষাগত যোগ্যতা:

i) যদি আবেদনকারী Indian Council Act 1956 এর তৃতীয় তফসিলের তফসিল ১ এবং ২ অন্তর্ভুক্ত Medical Department এর ডিগ্রীপ্রাপ্ত হন, তবে আবেদনের জন্য যোগ্য।
ii) বিভিন্ন বিভাগের ক্ষেত্রে যোগ্যতা আলাদা। বিজ্ঞপ্তিতে বিস্তারিত রূপে বলা আছে।

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থীর বেতন হিসেবে ১৫,৬০০/- থেকে ৩৯,১০০/- টাকা অবধি দেওয়া হবে।

3. পদের নাম:

Professor

মোট শূন্যপদ:

২২ টি

শিক্ষাগত যোগ্যতা:

i) যদি আবেদনকারী Indian Council Act 1956 এর তৃতীয় তফসিলের তফসিল ১ এবং ২ অন্তর্ভুক্ত Medical Department এর ডিগ্রীপ্রাপ্ত হন, তবে আবেদনের জন্য যোগ্য।
ii) বিভিন্ন বিভাগের ক্ষেত্রে যোগ্যতা আলাদা। বিজ্ঞপ্তিতে বিস্তারিত রূপে বলা আছে।

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থী ৩৭,৪০০/- থেকে ৬৭,০০০/- টাকা অবধি বেতন হিসেবে পাবেন।

4. পদের নাম:

Additional Professor

মোট শূন্যপদ:

১৬ টি

শিক্ষাগত যোগ্যতা:

i) যদি আবেদনকারী Indian Council Act 1956 এর তৃতীয় তফসিলের তফসিল ১ এবং ২ অন্তর্ভুক্ত Medical Department এর ডিগ্রীপ্রাপ্ত হন, তবে আবেদনের জন্য যোগ্য।
ii) বিভিন্ন বিভাগের ক্ষেত্রে যোগ্যতা আলাদা। বিজ্ঞপ্তিতে বিস্তারিত রূপে বলা আছে।

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থী ৩৭,৪০০/- থেকে ৬৭,০০০/- টাকা অবধি বেতন হিসেবে পাবেন।

বয়সসীমা:

i) Professor এবং Additional Professor:
আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৫৮ বছরের মধ্যে।
ii) Associate Professor এবং Assistant Professor: আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে অফলাইনে(Offline)।
ii) বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড (Download) করে ভালো করে পূরণ করুন।
iii) এরপরে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র কটি মুখ বন্ধ (Sealed Envelope) খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

আবেদন ফি:

i) Unreserved Category:
এই শ্রেণীর প্রার্থীদের জন্য এককালীন ৩০০০/- টাকা ধার্য করা হয়েছে।
ii) Reserved Category:
এই শ্রেণীর প্রার্থীদের জন্য এককালীন ২৪০০/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:

The Administrative Officer,
Recruitment Cell,
All India Institute of Medical Sciences,
Kalyani, NH-34 Connector,
Basantapur, Saguna,
Nadia, West Bengal – 741245

আবেদনের শেষ তারিখ:

আগামী ২৮ আগস্ট, ২০২৩

আরো বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীরা কল্যাণী AIIMS এর ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular