HomeJob updatesকেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস লিমিটেডে নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন বিস্তারিত।

কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস লিমিটেডে নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন বিস্তারিত।

রাষ্ট্রীয় Chemicals and Fartilizers Limited এর তরফে কর্মী নিয়োগের কথা জানিয়ে সম্প্রতি জারি হয়েছে বিজ্ঞপ্তি। বিভিন্ন পদে হবে এই নিয়োগ। আজকের এই প্রতিবেদনে আবেদন প্রক্রিয়া (Application Process) সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানানো হলো। ভালো করে পড়ুন। (RCFL Recruitment)

পদের নাম:

i) Management Trainee (Chemical)
ii) Management Trainee (Boiler)
iii) Management Trainee (Mechanical)
iv) Management Trainee (Electrical)
v) Management Trainee (Instrumentation)
vi) Management Trainee (Civil)
vii) Management Trainee (Security)
viii) Management Trainee (CC Lab)
ix) Management Trainee (Marketing)
x) Management Trainee (IT)
xi) Management Trainee (Human Resource)
xii) Management Trainee (HRD)
xiii) Management Trainee (Administration)

শিক্ষাগত যোগ্যতা:

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি (University) থেকে সংশ্লিষ্ট কর্মক্ষেত্র বিষয়ে ডিগ্রি পাশ করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা:

i) আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন। (SC/ST -5 Yrs, OBC -3 Yrs)

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হিসেবে 30,000/- টাকা করে প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি:

i)আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে অনলাইন আবেদনের (Online Application Process) লিংকে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
ii) আবেদনের জন্য প্রার্থীদের নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর, ইমেল আইডি, নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি (Verified and Active Mobile Number, Email ID, Candidates Name, Age, Educational Qualification, Gender, Address, Caste Category) ইত্যাদি দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
iii) এর সাথেই রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার (Passport Size Photo and Signature) ইত্যাদি এক এক করে আপলোড করে সবার শেষে সাবমিট (Submit) বাটনে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা:

আগামী 09/08/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

এই নিয়োগের বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular