সম্প্রতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindra Bharati University) তরফে প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে(Website)। প্রতি মাসে মিলবে মোটা টাকার মাইনে। প্রতিষ্ঠানের ‘Center for Distance and Open Education’ অর্থাৎ SDOE এর তরফে করা হবে এই নিয়োগ। জেনে নিন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য। (RBU Recruitment 2023)
পদের নাম:
Director
বয়সসীমা:
আবেদনকারীর বয়স ৬৮ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন:
নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ১,৪৪,২০০ টাকা বেতন হিসাবে দেওয়া হবে।
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Humanities/Social Sciences/Sciences/Education/Commerce and Management বিষয়ে PhD ডিগ্রীপ্রাপ্ত হতে হবে।
ii) প্রার্থীর অন্তত ১০ বছরের শিক্ষকতা/ গবেষক হিসাবে কাজের অভিজ্ঞতা (Experience) থাকা আবশ্যিক। l
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে ওয়েবসাইটে (Website) গিয়ে ‘Homepage’ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড (Download the Application) করে নিতে হবে এবং নিজের সমস্ত তথ্য সমেত আবেদন সম্পূর্ণ করে আবেদনমূল্য Demand Draft এর মাধ্যমে আবেদন মূল্য জমা দিতে হবে এবং সমস্ত তথ্য সহ আবেদন পত্রটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ:
আগামী ৯ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি (Website of Rabindra Bharati University) দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh