স্নাতকস্তরে (Graduation Level) পড়াশোনা শেষের পর আরো উচ্চস্তরে পড়ার ইচ্ছে অনেকেরই থাকলেও কোন কারণবশত তা সম্ভব হয়ে ওঠে না। অনেকেই আবার ওপেন বা ডিসট্যান্স থেকে পড়ার সুযোগ খোঁজেন। সেই সুযোগই নিয়ে হাজির হলো Rabindra Bharati Open University! শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইন দূরশিক্ষা (Distance and Online Education) দফতর স্নাতকোত্তর কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। (RBU DDE PG Admission)
কটি বিষয় পড়ানো হবে এই স্তরে?
মোট ১১টি বিষয় বাংলা, ইংরেজি, সংস্কৃত, এডুকেশন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, পরিবেশবিদ্যা, সোশ্যাল ওয়ার্ক, ভোকাল মিউজ়িক, রবীন্দ্রসঙ্গীত (Bengali, English, Sanskrit, Education, History, Political Science, Vocal Music, Rabindrasangeet) বিষয়ে রয়েছে স্নাতকোত্তর পড়ার সুযোগ। প্রতিটি বিষয়ে অনলাইন এবং দূরশিক্ষা মাধ্যমে (Distance and Online Education) পড়ানো হবে।
আসন সংখ্যা:
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা না থাকলেও আসন সীমিত।
কিসের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে?
First Come First Serve এর ভিত্তিতে নেওয়া হবে শিক্ষার্থীদের।
আবেদন পদ্ধতি:
আবেদন পদ্ধতি জানার জন্য বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।
আরো বিস্তারিত জানলে ওয়েবসাইটের হোমপেজ থেকে বিজ্ঞপ্তিটি দেখুন।
Official Website: Click Here
-Written by Riya Ghosh