HomeJob updatesরবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

ভারতের সমস্ত নামজাদা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি হলো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় (Rabindra Bharati University)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছাত্রছাত্রীরা আসেন পড়াশোনা করতে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা হলেই থেকে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে। (RBU Recruitment)

Employment No.:

ESTT./8300/2023

পদের নাম:

Assistant Professor (Sociology, Geography, Mass Communication and Videography)

মোট শূন্যপদ:

৪ টি

শিক্ষাগত যোগ্যতা:

i) প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উপরিউক্ত বিষয়গুলির যেকোনো একটিতে নূন্যতম ৫৫% নাম্বার নিয়ে স্নাতকোত্তর পাশ (Post Graduation) করে থাকতে হবে।
ii) প্রার্থীদের অবশ্যই UGC আয়োজিত National Eligibility Test অর্থাৎ NET পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
iii) সংশ্লিষ্ট বিষয়গুলির মধ্যে কোনো বিষয়ে Ph.D. ডিগ্রী থাকলেও আবেদন জানানো যাবে।

See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

মাসিক বেতন:

নিযুক্ত ব্যক্তিকে মাসিক ৫৭,৭০০/- টাকা বেতন হিসেবে দেওয়া হবে।

বয়সসীমা:

আবেদনকারীদের বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে অফলাইনের (Offline) মাধ্যমে।
ii) আবেদনের জন্য অফিসিয়াল নোটিফিকেশনের (Official Notification) নিচে থাকা আবেদনপত্রটি একটি পরিষ্কার A4 কাগজে প্রিন্ট করে নিতে হবে।
iii) প্রার্থীকে এবার নিজের যাবতীয় প্রয়োজনীয় তথ্য (Important Documents) দিয়ে সঠিক ভাবে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
iv) তারপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে নিজের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র (Educational Qualification, Date of Birth Certificate) ইত্যাদি গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলি যুক্ত করে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট দপ্তরে জমা দিতে হবে।

আবেদন ফি:

i) General and OBC: ১০০০/- টাকা
ii) SC, ST: ৫০০/- টাকা
প্রার্থীদের এই আবেদন ফি এককালীন জমা করতে হবে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট একাউন্টে ডিমান্ড ড্রাফটের (Demand Draft) মাধ্যমে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:

The Registrar,
Emerald Bower Campus,
56A, B.T. Road,
Kolkata – 700050

আবেদনের শেষ তারিখ:

আগামী ২১ আগস্ট, ২০২৩

নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular