HomeJob updatesরাজ্যের কৃষি গবেষণা কেন্দ্রে চাকরীর সুযোগ। নুন্যতম মাধ্যমিক পাশে আবেদন করুন, জেনে...

রাজ্যের কৃষি গবেষণা কেন্দ্রে চাকরীর সুযোগ। নুন্যতম মাধ্যমিক পাশে আবেদন করুন, জেনে নিন বিস্তারিত।

সম্প্রতি ICAR অনুমোদিত রাজ্যের রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। বিভিন্ন পদে করা হবে এই নিয়োগ। আবেদন করতে পারবেন ভারত তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা। আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন।

Employment No.:

RKVK-1/2023

পদের নাম:

  • i) Skilled Supporting Staff
  • ii) Stenographer

শিক্ষাগত যোগ্যতা:

i) Skilled Supporting Staff:

এই পদের জন্য মাধ্যমিক পাশ সহ চাকরিপ্রার্থীদের ITI এর যেকোনো একটি ট্রেডে সংশ্লিষ্ট সার্টিফিকেট (Certificate) থাকলে এখানে আবেদন জানাতে পারবেন।

ii) Stenographer:

এই পদের জন্য প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।

মাসিক বেতন:

দুটি পদের জন্য মাসিক বেতন আলাদা। কেন্দ্রীয় সরকারের সপ্তম পে কমিশন অনুযায়ী প্রতিটি পদের বেতন ধার্য করা হবে।

বয়সসীমা:

উভয় পদের ক্ষেত্রেই আবেদনকারি প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি:

  • i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে।
  • ii) আবেদনের জন্য প্রার্থীদের নিজের সমস্ত তথ্য নির্ভুল ভাবে লিখে ফর্ম ফিলাপ করে নিতে হবে এবং গুরুত্ত্বপূর্ণ নথিপত্রগুলি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।
See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

আবেদন ফি:

প্রত্যেক আবেদনকারীকে ৫০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:

Principal, Palli Siksha Bhavana, Visva-Bharati, P.O. Sriniketan, Dist: Birbhum, Pin-731236 (WB)

আবেদনের শেষ তারিখ:

২১ জানুয়ারি, ২০২৪

নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular