HomeEducation Newsপড়াশোনার দৌড়ে কলকাতার কোন কোন শিক্ষাকেন্দ্র স্থান পেলো দেখে নিন।

পড়াশোনার দৌড়ে কলকাতার কোন কোন শিক্ষাকেন্দ্র স্থান পেলো দেখে নিন।

বাচ্চারা দেশের ভবিষ্যৎ। তাই সকল অভিভাবক সহ প্রতিটি স্কুল চেষ্টা করে যাতে তাদের বাচ্চা এবং স্কুল পড়াশোনার ক্ষেত্রে সকলের আগে এগিয়ে থাকে আর এটিই করে দেখালো কলকাতা। হ্যাঁ, সমগ্র দেশের মধ্যে শিক্ষার দিকে এগিয়ে নাম উজ্জ্বল করলো সে। দেশের অনেক রাজ্যের থেকে এগিয়ে আছে কলকাতা।

সম্প্রতি প্রকাশিত হয়েছে Annual Education World India School Ranking 2023-2024 এবং তাতে কলকাতার বহু স্কুল এগিয়ে আছে অন্যান্য বহু রাজ্যের স্কুলগুলির তুলনায়। এই তালিকায় কলকাতার বহু সরকারি এবং বেসরকারি স্কুল পেয়েছে উল্লেখযোগ্য স্থান।
দেখে নেওয়া যাক কোন কোন স্কুল এগিয়ে থেকে রাজ্যের মুখ উজ্জ্বল করলো।

সরকারি স্কুল(Government School):

সরকারি স্কুলগুলোর মধ্যে সেরা দশের মধ্যে আট নম্বরে রয়েছে কলকাতার যাদবপুরের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল Jadavpur Vidyapeeth যা নিঃসন্দেহে একটি ভীষণ ভালো স্কুল।

বয়েজ ডে স্কুল(Boys’ Day School):

এই তালিকায় বেশ কয়েকটি স্কুলের নাম দেখা গেছে যেমন:
i) তৃতীয় স্থান করে নিয়েছে Birla High School
ii) ষষ্ঠ স্থানে রয়েছে পার্ক সার্কাসের Don Bosco School
iii) সপ্তম স্থানাধিকারী স্কুল হলো হাওড়ার Kejriwal Vidyapeeth

See also  শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, বড় ঘোষণা পর্ষদের! জেনে নিন বিস্তারিত।

গার্লস ডে স্কুল(Girls’ Day School):

কলকাতার দুটি মেয়েদের স্কুল এই তালিকায় বিদ্যমান।যেমন:
i) তালিকায় তৃতীয় স্থানে রয়েছে Modern High School For Girls’
ii) দশম স্থানাধিকারী স্কুল হলো Shushila Birla Girls’ School

ভিন্টেজ বয়েজ ডে স্কুল(Vintage Boys’ Day School):

এই তালিকায় কলকাতার তিনটি স্কুল রয়েছে। যেমন:
i) তৃতীয় স্থানে রয়েছে St. Xavier’s Collegiate School
ii) চতুর্থ স্থানে রয়েছে La Martiner for Boys’
iii) দশম স্থানে রয়েছে St. Lorence High School

ভিন্টেজ গার্লস ডে স্কুল(Vintage Girls’ Day School):

এই তালিকায় কলকাতার দুটো স্কুল রয়েছে। যেমন:
i) তৃতীয় স্থানে রয়েছে La Martiner for Girls’
ii) চতুর্থ স্থানে রয়েছে Loretto House Middleton

ফিলানথ্রপিক স্কুল(Philanthropic School):

এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে Future Hope School!

কো-এড ডে স্কুল(Co-ed Day School):

এই তালিকায় প্রথম দশে কলকাতার কোনও স্কুলের নাম নেই তবে প্রথম ১০০ তে কলকাতার ১৪টি স্কুলের নাম রয়েছে।

কো-এড ডে কাম বোর্ডিং স্কুল(Co-ed Day cum Boarding School):

এই তালিকায় কলকাতার দু’টি স্কুল স্থান পেয়েছে সেরা ১০০টি স্কুলের মধ্যে।

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular