২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়(Rabindra Bharati University) এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। প্রতিষ্ঠানে আর্টস(আর্টস), ফাইন আর্টস(Fine Arts) এবং ভিজ়ুয়াল আর্টস(Visual Arts) বিভাগে ভর্তি হওয়া যাবে। যারা এই বিষয়গুলো নিয়ে পড়তে চান, তারা Rabindra Bharati University এর অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে পারেন
প্রথমে মাধ্যমিক এবং তারপর উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হবার পর শিক্ষার্থীরা এগোন স্নাতক ডিগ্রির জন্য। জাতীয় শিক্ষানীতি মেনে চলতি শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে চার বছরের স্নাতক কোর্স(4 Year Ug Course)। স্নাতক স্তরে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ দিচ্ছে
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। সেই মর্মে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আর্টস, ফাইন আর্টস এবং ভিজ়ুয়াল আর্টস বিভাগে ভর্তি হতে পারবেন।
রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, পেইন্টিং, ভাস্কর্য,নাটক, ইন্সট্রুমেন্টাল মিউজ়িক, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ভোকাল মিউজ়িক, বাংলা, ইতিহাস-সহ আরও কয়েকটি বিষয় রয়েছে এই তিনটি বিভাগের মধ্যে। প্রতিষ্ঠানের তরফে বিভাগগুলির জন্য আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। বাকি যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অফিশিয়াল ওয়েবসাইটে দেখতে পারেন।
আবেদন পদ্ধতি:
প্রথমে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখানে দেওয়া লিঙ্কে থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা:
১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।