HomeJob updatesপূর্ব মেদিনীপুরে আয়ুষ প্রকল্পে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

পূর্ব মেদিনীপুরে আয়ুষ প্রকল্পে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

পূর্ব মেদিনীপুরে আয়ুষ প্রকল্পে (AYUSH Prakalpa) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগ করা হবে দুটি পৃথক বিভাগে। যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করা যাবে এই পদের জন্য। জেনে নিন আবেদন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত। (District Health and Family Welfare Samiti Recruitment 2023)

পদের নাম:

i) Yoga Instructor (Male)
ii) Yoga Instructor (Female)

শূন্যপদের সংখ্যা:

i) Yoga Instructor (Male):
17টি। (UR-09, SC-04, ST-01, OBC-A 02, OBC-B 01)

ii) Yoga Instructor (Female):
17টি। (UR-09, SC-04, ST-01, OBC-A 02, OBC-B 01)

বয়সসীমা:

উভয় পদের ক্ষেত্রেই আবেদনকারীকে অবশ্যই 40 বছরের মধ্যে হতে হবে।

আবশ্যিক যোগ্যতা:

i) উভয় পদের ক্ষেত্রেই আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
ii) প্রার্থীকে অবশ্যই West Bengal Council of Yoga and Nuturopathy অর্থাৎ WBCYN সংস্থার রেজিস্টার্ড প্রার্থী হতে হবে।
iii) প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা (Permanent Resident) হতে হবে।

See also  WBPSC New Recruitment 2023: পাবলিক সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি! মাস গেলে পাবেন মোটা টাকার মাইনে। জেনে নিন বিস্তারিত।

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে ওয়েবসাইটে (Website) গিয়ে বিজ্ঞপ্তিতে বলা ফরম্যাট (Format) অনুযায়ী নিজের যাবতীয় তথ্য সমেত আবেদন সম্পূর্ণ করতে হবে।
iii) আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরে প্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদন শেষের তারিখ:

আগামী 10 নভেম্বর, বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য বিজ্ঞপ্তিটি পড়ুন।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular