সামনেই রয়েছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। আর ঠিক তার আগেই সরকারের সিদ্ধান্তে পদোন্নতির(WB Government Employees Promotion) সুযোগ বাড়ছে সরকারি কর্মচারীদের। সরকারি কর্মচারীদের জন্য এটি একটি দারুন খুশির খবর। দীর্ঘদিন ধরেই রাজ্যের সরকারি কর্মচারীদের প্রমোশন আটকে ছিল। তবে সমস্ত জটিলতা কাটানোর পর নতুন সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার।
কয়েক মাস আগে ৩১ মে তারিখে রাজ্যের সরকারি কর্মচারীদের কয়েকটি সংগঠনের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandopadhyay) একটি বৈঠক করেন। সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেগুলি কার্যকর করার জন্য সম্প্রতি রাজ্যের অর্থ দপ্তরের(WB Finance Department) পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
নবান্নের সভাঘরের সভায় ৩০০টিরও বেশি পদ সৃষ্টি হবে বলে জানা গিয়েছিল এর আগে। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছিল। সেকশন অফিসার থেকে যুগ্ম সচিব পর্যন্ত অতিরিক্ত ১০টি পদ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতদিন পর্যন্ত শুধুমাত্র যুগ্ম সচিব পদ পর্যন্ত পদোন্নতি হত। তবে এবার থেকে আরও অতিরিক্ত ১০ টি পদে পদোন্নতির সুযোগ থাকবে সরকারি কর্মচারীদের। পূর্ত দপ্তর, সেচ দপ্তর, জল সম্পদ দপ্তরে ইঞ্জিনিয়ারদের জন্য অতিরিক্ত পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে সরকারের তরফে। মোট ১৬০ টি পদ সৃষ্টি করেছে রাজ্য সরকার।
পদোন্নতি হলে বেড়ে যাবে সরকারি কর্মচারীদের বেতন(Government Employees Salary Hike)। সরকারি কর্মচারীদের বেতন হার বৃদ্ধি সংক্রান্ত স্কিম পরিবর্তন করা হয়েছে। যে সমস্ত সরকারি কর্মচারীরা দীর্ঘদিন কাজ করার পরেও প্রমোশন পাননি, তারা বর্ধিত বেতন হারের তালিকায় অন্তর্ভুক্ত হবেন। প্রমোশন এবং বেতন বৃদ্ধির খবরে খুশি রাজ্যের সরকারি কর্মচারীরা।
তবে এখনো পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে এবং মহার্ঘ ভাতা বৃদ্ধি করা নিয়ে রাজ্য সরকারের সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারের মধ্যে দ্বন্দ্ব চলছে। মামলাটি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। এখনো পর্যন্ত মামলাটির অন্তিম সিদ্ধান্ত জানানো হয়নি। তবে সরকারি কর্মচারীদের সংগঠনগুলি আশাবাদী যে, জয় তাদেরই হবে।