HomeNewsপঞ্চায়েত ভোটের আগে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের পদোন্নতির বিরাট সুযোগ! বিস্তারিত জানুন।

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের পদোন্নতির বিরাট সুযোগ! বিস্তারিত জানুন।

রাজ্য সরকারী কর্মচারীদের (Employees of State Government) জন্য পঞ্চায়েত ভোটের আগে (Before Panchayat Election) বিরাট সুখবর। রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সিদ্ধান্তে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের পদোন্নতির (Promotion) বিরাট সুযোগ। বেশ কয়েক বছর আগেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল যে চুক্তিতে নিযুক্ত Group-D কর্মীদের নির্দিষ্ট যোগ্যতামান থাকলে Group- C পদে পদোন্নতির সুযোগ (Chance of Promotion) দেওয়া হবে। এবার সেই সিদ্ধান্ত কার্যত করার চিন্তা ভাবনা শুরু করে দিলো পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) সংশ্লিষ্ট দপ্তর।

প্রথম ভাগে কৃষি দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের পদোন্নতির কাজ শুরু করতে চলেছে রাজ্যের তরফে।
কারা কারা এই পদোন্নতির জন্য বিবেচিত হবেন?

  • i) কৃষি দপ্তরে কর্মরত কমপক্ষে ৫ বছরের বেশি কর্মীরা এই পদোন্নতির জন্য বিবেচিত হবেন।
  • ii) তবে এই প্রোমোশনের জন্য অবশ্যই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা (Education Qualification) অন্তত মাধ্যমিক পাশ (Madhyamik Pass) হয়ে থাকতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রায় ১ হাজারের বেশি চুক্তিতে নিযুক্ত Group-D কর্মীর নাম আছে এই কৃষি দপ্তরের তরফে রাজ্যের অর্থদপ্তরকে পাঠানো পদোন্নতির তালিকায়। তবে হ্যাঁ, এর আগে অর্থদপ্তর কর্মীদের কর্মকাল, শূন্যপদ সংক্রান্ত আরো বিভিন্ন তথ্য চেয়ে পাঠিয়েছে।

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

অর্থদপ্তর সুত্রের খবর যে, খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই পদোন্নতির প্রক্রিয়া(Process of Promotion)। ফলে চুক্তিতে নিযুক্ত Group- D কর্মীদের একাংশ লাভবান হবেন বলে মনে করা হচ্ছে। তবে পদোন্নতির জন্য কর্মীদের বসতে হবে পরীক্ষায় এবং সেই পরীক্ষায় পাশ করলে তবেই মিলবে Group- C পদে উন্নীত হওয়ার সুযোগ। Group-C পদে উন্নীত হলে কর্মীদের বেতন বাড়বে, যা বর্তমানে খুব খুশির একটি খবর কর্মীদের কাছে।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular