শুরু হলো প্রেসিডেন্সিতে বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তরে ভর্তির রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এই বিষয়ে গত মাসে একটি ঘোষণা করা হয়েছিল। ঘোষণা অনুযায়ী গত 31 জানুয়ারি, মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই শিক্ষাবর্ষের স্নাতকোত্তরে ভর্তির রেজিস্ট্রেশন প্রক্রিয়া। (Presidency University Registration Process)
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের (West Bengal Joint Entrance Examination Board) দায়িত্বে হবে ভর্তির প্রবেশিকা পরীক্ষাটি (PUMDET)। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।
কিভাবে রেজিস্টার করবেন?
WBJEEB এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা রেজিস্টার করতে পারবেন স্নাতকোত্তরে ভর্তির জন্য।
অফিসিয়াল ওয়েবসাইট: wbjeeb.nic.in
কোন কোন কোর্সে ভর্তির পরীক্ষা হবে?
এমএ, এমএসসি-সহ আরো বিভিন্ন স্নাতকোত্তর কোর্সে ভর্তির পরীক্ষা নেওয়া হবে।
কবে পরীক্ষা নেওয়া হবে?
আগামী ৯ জুলাই পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড এই পরীক্ষার আয়োজন করবে।
কখন পরীক্ষা হবে?
আগামী ৯ জুলাই দুপুর ১২ টা থেকে দুপুর ১ঃ৩০ পর্যন্ত চলবে পরীক্ষা।
রেজিস্ট্রেশন সংশোধন করার সময় কি?
যদি কোন প্রার্থী রেজিস্ট্রেশনের সময়ে কোন রকম ভুল ভ্রান্তি করে থাকেন তবে সেই ভুল সংশোধন করে নেয়া যাবে। আগামী ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে ভুল সংশোধন করা যাবে।
এডমিট কার্ড কবে দেওয়া হবে?
আগামী ১ জুলাই থেকে ৯ জুলাই অব্দি সময়ের মধ্যে এডমিট কার্ড প্রকাশিত হবে।
কোন কোন বিষয়ে স্নাতকোত্তরে ভর্তির পরীক্ষা দেওয়া যাবে?
বাংলা ,জীবন বিজ্ঞান, ইংরেজি ,রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পদার্থবিদ্যা, পরিসংখ্যান, গণিত, দর্শন, রসায়ন, ভূগোল* হিন্দি সহ আরো অনেকগুলি বিষয়ে স্নাতকোত্তরে ভর্তির পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার্থীদের।
পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা কি?
PUMDET তে অংশগ্রহণ করার জন্য পরীক্ষার্থীদের কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ স্নাতক হতে হবে।
কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন?
যে কোন বয়সের পরীক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবেন
প্রশ্নের ধরন কেমন হবে?
মাল্টিপল চয়েস বেসড প্রশ্ন করা হবে। প্রত্যেকটি প্রশ্নে থাকবে চারটি করে বিকল্প এবং প্রত্যেক পেপারে ৫০ টি প্রশ্ন থাকবে, পূর্ণমান ১০০ নম্বর। ওএমআর শিটে প্রশ্নের উত্তর দিতে হবে।
ভর্তির প্রক্রিয়া কি?
যারা এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদেরকে কাউন্সেলিং এর মাধ্যমে স্নাতকোত্তরে ভর্তি নেওয়া হবে।