প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পলিটিকাল সাইন্স বিভাগে বিভিন্ন পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। (Presidency University Recruitment)
ভারতের যেকোনো নাগরিক হলেই আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে এবং মেয়েরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন হলে শূন্য পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে নিয়োগের যোগ্যতা, আবেদন পদ্ধতি, বেতন, বয়সসীমা, পদের নাম ইত্যাদি সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হলো।
পদের নাম-
Research Associate
Research Assistant
Field Investigator
মাসিক বেতন-
Research Associate: ১০০০০ টাকা।
Research Assistant : ১৬০০০ টাকা।
Field Investigator: ১৫০০০ টাকা।
আবেদন শেষ-
০২/০৬/২০২৩
বয়সসীমা-
প্রার্থীদের বয়সসীমা সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু জানার নেই।
আবশ্যিক যোগ্যতা-
Research Associate: সোশ্যাল সায়েন্স নিয়ে পোস্ট গ্রাজুয়েটে অন্তত ৫৫ শতাংশ নম্বর পেতে হবে।
NET /M.Phil. / Ph.D ডিগ্রী থাকতে হবে। পশ্চিমবঙ্গের কোন স্কুল শিক্ষা সংক্রান্ত রিসার্চ এর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। ডিজাইনিং সার্ভে করার অভিজ্ঞতা থাকলে এবং কোন সার্ভের fieldwork এর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
Research Assistant: সোশ্যাল সাইন্স এ অন্তত ৫৫ শতাংশ নাম্বার নিয়ে Ph.D./M.Phil./ Post graduate করতে হবে। সোশ্যাল সায়েন্স এর রিসার্চ এর অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষা ভালোভাবে জানতে, বলতে এবং লিখতে পারতে হবে।
Field Investigator: সোশ্যাল সায়েন্স নিয়ে অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে পোস্ট গ্রেজুয়েট ডিগ্রী করা থাকতে হবে। শুদ্ধ বাংলা বলতে জানতে হবে। ইংরেজি ভাষা ভালোভাবে লিখতে, বলতে এবং জানতে হবে।
নিয়োগ পদ্ধতি-
আবেদনের পর প্রার্থীদের বাছাই করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
এখানে শূন্যপদগুলির জন্য আবেদন করতে কোন রকম আবেদন মূল্য দেওয়ার দরকার নেই।
আবেদন পদ্ধতি-
zaad.polsc@presiuniv.ac.in এই ইমেইলের মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট গুলি স্ক্যান করে পাঠাতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ:
০৫/০৬/২০২৩
ইন্টারভিউ এর ঠিকানা:
Presidency University,
86/1 College Street
Kolkata 700073
Important Links
Official Notification: Click Here
Official Website: Click Here