HomeEducation Newsপ্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে PhD করার সুযোগ, জানুন বিস্তারিত।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে PhD করার সুযোগ, জানুন বিস্তারিত।

স্নাতকোত্তর ডিগ্রির (Masters Degree) পরে PhD পড়ার ইচ্ছে? কিন্তু কোথায় ঠিকঠাক সুযোগ পাবেন জানেন না? চিন্তা নেই। সুযোগ নিয়ে এসেছে Presidency University! সম্প্রতি এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Website of the University) প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। ইতিমধ্যেই ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জন্য শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। আবেদনে ইচ্ছুক হলে এখুনি প্রতিবেদনটি পড়ে সমস্ত খুঁটিনাটি জেনে সত্ত্বর যোগাযোগ করুন।

আবেদনের জন্য কী কী যোগ্যতা লাগবে?

  • i) আবেদনকারীকে স্নাতকোত্তরের (Post Graduate) ৫৫% বা সমতুল্য গ্রেড নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিত প্রার্থীর (Reserved Category) ক্ষেত্রে এই নম্বরের পরিমাণ ৫০%।
  • ii) এছাড়াও আবেদনকারীকে UGC NET-Lectureship/UGC-CSIR NET উত্তীর্ণ হতে হবে।
  • iii) যেসব প্রার্থী Institute of Health Science এর পড়ুয়া, তাঁরা ICMR NET এবং DBT-BET উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন।

আসন সংখ্যা:

বিষয়ভিত্তিক আসনের সংখ্যা ভিন্ন। কিছুটা নিম্নরূপ:

i) Bengali: 6
ii) English: 8
iii) Hindi: 2
iv) History: 6
v) Philosophy: 1
vi) Social Education: 10
vii) Astrophysics: 8
viii) Chemistry: 29
ix) Economics: 17
x) Geography: 6
xi) Biology: 24
xii) Mathematics: 24
xiii) Physics: 19
xiv) Statistics: 7
xv) Institute of Health Science: 25

See also  উচ্চমাধ্যমিক পাশ করে কোন কোন পেশাকে বেছে নিতে পারেন ভবিষ্যতের জন্য, জানুন।

এই বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন প্রক্রিয়া:

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে অনলাইনেই সমস্ত তথ্য এবং আবেদন ফি (Application Fee) জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন শুরুর তারিখ:

আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গত ১৮ জুলাই থেকে। আবেদনে ইচ্ছুক হলে তাড়াতাড়ি করুন।

আবেদন শেষের তারিখ:

আগামী ১ আগস্ট।

আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ:

আগামী ২ আগস্ট বিকেল পাঁচটার মধ্যে।

আবেদন প্রক্রিয়ার সমস্ত হার্ডকপি (Hardcopy) জমা দেওয়ার শেষ তারিখ:

আগামী ৪ আগস্ট বিকেল পাঁচটার মধ্যে।

আবেদন মূল্য:

আবেদনমূল্য বাবদ প্রার্থীদের ৫০০/- টাকা জমা দিতে হবে।

নথি পাঠানোর ঠিকানা:

The Secretary,
Faculty Council, President University
86/1, College Street
Kolkata-700073

নির্বাচন প্রক্রিয়া:

  • i) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) Phd ডিগ্রি লাভের জন্য ভর্তি হতে গেলে প্রার্থীকে ৫০০ শব্দের একটি Research Proposal বা গবেষণার প্রস্তাবনা জমা দিতে হবে।
  • ii) এরপর সংশ্লিষ্ট বিভাগ কিংবা স্কুল অথবা প্রতিষ্ঠানের তরফে প্রার্থীদের বাছাই করা হবে।
  • iii) সকল যোগ্য প্রার্থীদের এরপরে সরাসরি ইন্টারভিউ (Direct Interview) অথবা লিখিত পরীক্ষার (Written Exam) মাধ্যমে Phd ডিগ্রিতে ভর্তি নেওয়া হবে।
See also  শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, বড় ঘোষণা পর্ষদের! জেনে নিন বিস্তারিত।

Date of Interview Or Written Exam:

পরে প্রার্থীদের ইমেলের (Email) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Important Link:
Official Website: Click Here

আরো বিস্তারিত জানতে চাইলে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular