HomeJob updatesPresidency University Recruitment: সরাসরি ইন্টারভিউয়ের দিয়ে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে চাকরি

Presidency University Recruitment: সরাসরি ইন্টারভিউয়ের দিয়ে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে চাকরি

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। যে সকল প্রার্থীরা অনেকদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন যেখান থেকে প্রত্যেক মাসে একটা মোটা টাকা ইনকাম করা যায় তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রকাশিত হলো কর্মী নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি। (Presidency University Recruitment)

পদের নাম (Post Name)

কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগের “Modelling of continental collision and abduction under oblique convergence an experimental approach” শিরোনামের একটি SERB-অর্থায়নকৃত গবেষণা প্রকল্পে (CRG/2022/003900) জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

নেট(NET) পাশ করা ভূতত্ত্ব/অ্যাপ্লাইড জিওলজিতে এমএসসি বা সমমানের ডিগ্রিধারী আগ্রহী প্রার্থীরা কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের জুনিয়র রিসার্চ ফেলো পদে চাকরির জন্য আবেদন করতে পারবে।

বয়সসীমা (Age Limit)

কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বয়সসীমা সম্পর্কিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

বেতন (Salary)

৩ বছরের এই গবেষণা প্রকল্পে নির্বাচিত প্রার্থী প্রথম ২ বছর প্রত্যেক মাসে ৩১,০০০ টাকা বেতন পাবেন এবং শেষের বছর প্রতি মাসে ৩৫,০০০ টাকা করে বেতন পাবেন।

আবেদন পদ্ধতি (Apply Process)

কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের আবেদনপত্র-সহ সমস্ত প্রয়োেজনীয় নথি অনলাইনে মেল যোগে পাঠাতে হবে।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য কোনো প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই।

নিয়োগ প্রক্রিয়া (selection process)

কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের জুনিয়র রিসার্চ ফেলো পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের স্থান এবং তারিখ (Interview Place & Date)

২৭ জুন ২০২৩ মঙ্গলবার কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে দুপুর সাড়ে ১২ টা থেকে ইন্টারভিউ শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular