রাজ্যের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) সম্প্রতি জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে এই নিয়োগ। পশ্চিমবঙ্গের বাসিন্দা, এমন যে কেউ আবেদনের জন্য যোগ্য। আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন।
পদের নাম:
Junior Research Fellow
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর তথা মাস্টার্স পাশ (Masters Pass) করে থাকতে হবে।
বয়সসীমা:
আবেদনকারীর সর্বোচ্চ বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন:
নিযুক্ত ব্যক্তিকে মাসিক 31,000/- টাকা বেতন হিসেবে দেওয়া হবে। পরে এই বেতন আরো বৃদ্ধি পেতে পারে।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড (Download) করে প্রার্থীর নিজের সমস্ত তথ্য সমেত আবেদন করতে হবে।
iii) আবেদন শেষে নিজের এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং নিজের সই (Colouring Passport Size Photo and Signature) সমেত সমস্ত তথ্য স্ক্যান করে আপলোড (Scan and Upload) করতে হবে।
iv) এবারে সমস্ত কিছু একসাথে করে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে হবে।
কর্মী নিয়োগ প্রক্রিয়া:
সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে নিয়োগ করা হবে কর্মীদের।
আবেদনের শেষ তারিখ:
আগামী 13 সেপ্টেম্বর, 2023 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
ইন্টারভিউয়ের তারিখ ও সময়:
আগামী 14 সেপ্টেম্বর, 2023 ঠিক সকাল 11 টার সময়ে ইন্টারভিউ (Interview) নেওয়া হবে।
নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh