HomeJob updatesপ্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিস্তারিত জেনে নিন।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিস্তারিত জেনে নিন।

আপনি কি পদার্থবিদ্যায় স্নাতক (Graduated in Physics) বা আরো উচ্চশিক্ষায় শিক্ষিত? তবে Presidency University এর তরফ থেকে কাজের এই সুযোগটি আপনার জন্যই। কারণ পদার্থবিদ্যায় স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি (Masters Degree or Graduation Degree in Physics) রয়েছে এমন প্রার্থীদের কাজের জন্য সুযোগ দিচ্ছে Presidency University! কাজের কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিও। কী কাজ এবং কীই বা আবেদন পদ্ধতি, ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে পড়ুন সম্পুর্ণ প্রতিবেদনটি।

পদের নাম:

Junior Research Fellow

কোন বিভাগে নিয়োগ:

Presidency University এর School of Astrophysics বিভাগে নিয়োগ।

প্রকল্পের নাম:

The Cosmic Evaluation of Supermassive Black Holes: A Multi-Weblenth Approach

অনুদান কারা দিচ্ছেন?

Science and Engineering Research Board এর তরফে অনুদান দেওয়া হচ্ছে এই প্রকল্পের জন্য।

কারা আবেদন করার যোগ্য?

  • i) যেসব প্রার্থীর Physics অথবা Astrophysics এ স্নাতক বা স্নাতকোত্তর (Graduated or Masters) ডিগ্রি আছে তাঁরা এই পদের জন্য আবেদনের যোগ্য।
  • ii) যাঁরা আবেদন করবেন তাঁদের অবশ্যই স্নাতকোত্তর স্তরে ৫৫% নম্বর থাকতে হবে।
  • iii) যাঁরা Physics অথবা Astrophysics নিয়ে স্নাতকোত্তর স্তরের শেষ বর্ষে (Last Year) পড়াশোনা করছেন, তাঁরাও এই পদে আবেদনের যোগ্য।
  • iv) যেসব প্রার্থীর CSIR-UGC NET(Lectureship)/GATE/ZEST পরীক্ষায় উত্তীর্ণ (Passed) হবার যোগ্যতা রয়েছে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো গবেষণা বিষয়ক কাজের পূর্ব অভিজ্ঞতা (Last Experience in Research Based Work) আছে তাঁরা এই পদের জন্য আবেদনের যোগ্য।
See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

ঠিক কি ধরণের অভিজ্ঞতা থাকা প্রয়োজন?

  • i) Astrophysics এর যেকোনো বিষয়ে Research করার অভিজ্ঞতা থাকতে হবে।
  • ii) ইংরেজি ভাষায় বৈজ্ঞানিক বিষয় নিয়ে আলোচনা এবং গবেষণাপত্র লেখার দক্ষতা থাকতে হবে(Must have Ability to Discuss and Write Scientific Papers in English Language)।

নিয়োগ পদ্ধতি:

সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে এই পদে।

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে অনলাইনে(Online)।
ii) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া মেল আইডিতে (Mail Id) আবেদন করতে হবে।
iii) আবেদনের জন্য প্রার্থীকে নিজের বিষয়ে যাবতীয় প্রয়োজনীয় (Important Document) তথ্য আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে মেইলের মাধ্যমে।
iv) এর সাথেই ৪০০ শব্দের মধ্যে পূর্ববর্তী কোনো গবেষণা প্রকল্পের বিষয়ে নিবন্ধ (Article on any Previous Research Project)লিখে পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ:

আবেদনের শেষ তারিখ আগামী ১৪ জুলাই, ২০২৩ সাল।

ইন্টারভিউয়ের তারিখ:

ইন্টারভিউ হবে আগামী ১৯ জুলাই, ২০২৩ সাল।

এই বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রতিষ্ঠানের ওয়েবসাইট (Website) দেখে নিতে পারেন।

Important Link:
Official Website: Click Here

-Written by Riya Ghosh

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular