গত ৭ জুলাই রাজ্য জয়েন্ট বোর্ডের(West Bengal Joint Board) তরফে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের(Presidency University) প্রবেশিকা পরীক্ষার(Entrance Exam) ফল প্রকাশ করা হয়েছিল। এবার প্রেসিডেন্সিতে কাউন্সিলিং ও ভর্তি নিয়ে বিজ্ঞপ্তি দিল জয়েন বোর্ড।
জয়েন্ট বোর্ড এর তরফ থেকে জানানো হয়েছে যে ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই তাদের র্যাঙ্ক কার্ড(Presidency Rank Card) ডাউনলোড করতে পারছেন। প্রেসিডেন্সিতে কাউন্সেলিং হবে মোট তিনটি পর্যায়ে। এই তিনটি পর্যায় হল চয়েস ফিলিং, পছন্দের বিষয় বাছাই এবং ভর্তি প্রক্রিয়া।
জয়েন্ট বোর্ড এর তরফ থেকে জানানো হয়েছে যে শনিবার থেকে শুরু হতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এর কাউন্সিলিং প্রক্রিয়া।
অধিকার মনে করছেন অনলাইনের মাধ্যমে কাউন্সেলিং প্রক্রিয়া(Presidency University Counseling) শেষ করতে ২০ দিনেরও বেশি সময় লেগে যেতে পারে। রাজ্য সরকারের(West Bengal State Government) অ্যাডভাইজারি মেনে প্রথম ক্লাস শুরু হতে পারে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে।
আরো বিশদ তথ্যের জন্য ছাত্র-ছাত্রীদের জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। পরবর্তী কোন বিষয় নিয়ে জানানোর থাকলে অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে তা জানানো হবে।